Ajker Patrika

বগুড়ার আ.লীগ নেতা স্ত্রীসহ ঢাকায় গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ও তাঁর স্ত্রী লিপি আক্তার। ছবি: সংগৃহীত
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক ও তাঁর স্ত্রী লিপি আক্তার। ছবি: সংগৃহীত

বগুড়ায় গণগত্যাসহ ১২ মামলার আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তাঁর স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু সুফিয়ান সফিকের স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক এবং তাঁর স্ত্রী লিপি আক্তারকে রাত ৮টার দিকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গনহত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি। গ্রেপ্তারের পর তাঁরা মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদেরকে বগুড়ায় নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত