Ajker Patrika

বগুড়ায় দুর্বৃত্তের অ্যাসিডে দগ্ধ শিশুসহ ২ নারী

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় দুর্বৃত্তের অ্যাসিডে দগ্ধ শিশুসহ ২ নারী

বগুড়ার গাবতলী উপজেলায় রাতের অন্ধকারে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে দুই নারী ও এক শিশু। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের কামার দুলাল কর্মকারের বাড়িতে এ অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

আজ শনিবার পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি থানায়। 

অ্যাসিডে দগ্ধ হন দুলাল কর্মকারের স্ত্রী দিপালী রায় (৫০), ছেলের বউ বিনা রায় (২০) ও তাঁর নাতি তিন মাসের শিশু সূর্য রায়। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দুলাল কর্মকারের ঘরের জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। দগ্ধদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।  

এ ব্যাপারে গাবতলীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত