প্রতিনিধি, বগুড়া সদর (বগুড়া)
সিগারেট বাকিতে কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাকিব হৃদয় (২৪) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ছুরিকাঘাতের ঘটনায় তাঁর বাবা মামুনুর রশিদও (৫৫) আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কৈপাড়াতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কৈপাড়া এলাকার রাকিবের মুদির দোকানে স্থানীয় আশিক ও স্বাধীন সিগারেট কেনার জন্য আসেন। সেখানে বাকিতে সিগারেট কিনতে চান তারা। বিষয়টি নিয়ে দোকানদারের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। ওই সময় তারা দোকানে সিগারেট জ্বালাতে গেলে রাকিবের বাবা মামুনুর রশিদ তাদের নিষেধ করেন। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে আশিক ও স্বাধীন সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ৫ থেকে ৭ জনকে নিয়ে এসে তারা দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা করে হৃদয় ও তার বাবাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, খুব সাধারণ বিষয় নিয়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ছুরিকাঘাতের মৃত্যুর বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সিগারেট বাকিতে কেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাকিব হৃদয় (২৪) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ছুরিকাঘাতের ঘটনায় তাঁর বাবা মামুনুর রশিদও (৫৫) আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কৈপাড়াতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কৈপাড়া এলাকার রাকিবের মুদির দোকানে স্থানীয় আশিক ও স্বাধীন সিগারেট কেনার জন্য আসেন। সেখানে বাকিতে সিগারেট কিনতে চান তারা। বিষয়টি নিয়ে দোকানদারের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। ওই সময় তারা দোকানে সিগারেট জ্বালাতে গেলে রাকিবের বাবা মামুনুর রশিদ তাদের নিষেধ করেন। এ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে আশিক ও স্বাধীন সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ৫ থেকে ৭ জনকে নিয়ে এসে তারা দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা করে হৃদয় ও তার বাবাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, খুব সাধারণ বিষয় নিয়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। ছুরিকাঘাতের মৃত্যুর বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
প্রাধান্যপ্রাপ্ত বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাত থাকবে আমার অগ্রাধিকারে। বিশেষ করে, পরিবেশ ও পর্যটনে বাড়তি নজর দেব। সিলেট হচ্ছে আমাদের প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যাকে প্রকৃতির মতোই রাখতে হবে।
২০ মিনিট আগেস্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে নাম উল্লেখ করা ৪২ জনের মধ্যে ৪১ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারী। অপরজন হাসপাতাল এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী।
২৭ মিনিট আগেরাজবাড়ীর বালিয়াকান্দি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালিয়াকান্দি বাজার ও আশপাশে এলাকায় সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী দুজন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা
২৯ মিনিট আগেশ্রমিকেরা আজ মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পাশের ইউরো জিনস নামের অন্য একটি পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বিক্ষোভে অংশ নিতে বলেন। কিন্তু কারখানাটির শ্রমিকেরা বিক্ষোভে অংশ নিতে রাজি না হলে দুই কারখানার শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্
৩৮ মিনিট আগে