বগুড়া প্রতিনিধি
বগুড়ায় আলী হাসান (২৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বগুড়া শহরতলির শহরদীঘি গ্রামের এই ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
নিহত আলী হাসানের বাবা জিন্নাহ মিয়ার করা মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন আলী হাসানের বন্ধু সবুজ সওদাগর, তাঁর মা সিল্কি বেগম, ছোট ভাই সম্রাট সওদাগর ও তাঁর স্ত্রী লিপি বেগম। নিহত আলী হাসান বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এই তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, আলী হাসান ও সবুজ সওদাগর ঘনিষ্ঠ বন্ধু। দুজনই হত্যা ও মাদক মামলার আসামি। আলী হাসান একটি হত্যা মামলায় জেলে থাকা অবস্থায় তাঁর স্ত্রী মিতু বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন সবুজ সওদাগর। এক বছর আগে আলী হাসান জামিনে বের হলে সবুজের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। তবে স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিলে তাঁদের মধ্যে বিরোধ কমে আসে। ফলে আলী হাসান মাঝেমধ্যে সবুজের বাড়িতে যাতায়াত করতেন।
নিহত আলী হাসানের বাবা জিন্নাহ মিয়া বলেন, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে সবুজ গত মঙ্গলবার দুপুরে আলী হাসানকে শহরদীঘি গ্রামে তাঁর বাড়িতে ডেকে নেন। আলী হাসান সেখানে গিয়ে দেখতে পান তাঁর সাবেক স্ত্রী মিতু বাড়িতে নেই। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হলে সবুজ ছুরি দিয়ে আলী হাসানের বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন বিষয়টি জেনে গেলে সবুজ তড়িঘড়ি করে আলী হাসানকে হাসপাতালে নিয়ে যান। এই সুযোগে বাড়িতে তালা দিয়ে সবুজের পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়। হাসপাতালে আলী হাসান মারা গেলে লাশ ফেলে পালিয়ে যান সবুজ।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, আলী হাসান মারা যাওয়ার পর থেকে সবুজ সওদাগরসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
বগুড়ায় আলী হাসান (২৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বগুড়া শহরতলির শহরদীঘি গ্রামের এই ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
নিহত আলী হাসানের বাবা জিন্নাহ মিয়ার করা মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন আলী হাসানের বন্ধু সবুজ সওদাগর, তাঁর মা সিল্কি বেগম, ছোট ভাই সম্রাট সওদাগর ও তাঁর স্ত্রী লিপি বেগম। নিহত আলী হাসান বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এই তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, আলী হাসান ও সবুজ সওদাগর ঘনিষ্ঠ বন্ধু। দুজনই হত্যা ও মাদক মামলার আসামি। আলী হাসান একটি হত্যা মামলায় জেলে থাকা অবস্থায় তাঁর স্ত্রী মিতু বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন সবুজ সওদাগর। এক বছর আগে আলী হাসান জামিনে বের হলে সবুজের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। তবে স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিলে তাঁদের মধ্যে বিরোধ কমে আসে। ফলে আলী হাসান মাঝেমধ্যে সবুজের বাড়িতে যাতায়াত করতেন।
নিহত আলী হাসানের বাবা জিন্নাহ মিয়া বলেন, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে সবুজ গত মঙ্গলবার দুপুরে আলী হাসানকে শহরদীঘি গ্রামে তাঁর বাড়িতে ডেকে নেন। আলী হাসান সেখানে গিয়ে দেখতে পান তাঁর সাবেক স্ত্রী মিতু বাড়িতে নেই। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হলে সবুজ ছুরি দিয়ে আলী হাসানের বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন বিষয়টি জেনে গেলে সবুজ তড়িঘড়ি করে আলী হাসানকে হাসপাতালে নিয়ে যান। এই সুযোগে বাড়িতে তালা দিয়ে সবুজের পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়। হাসপাতালে আলী হাসান মারা গেলে লাশ ফেলে পালিয়ে যান সবুজ।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, আলী হাসান মারা যাওয়ার পর থেকে সবুজ সওদাগরসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে