Ajker Patrika

খুনের আসামি বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বগুড়ার হত্যাকাণ্ড, থানায় মামলা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ২০: ১৬
খুনের আসামি বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বগুড়ার হত্যাকাণ্ড, থানায় মামলা

বগুড়ায় আলী হাসান (২৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বগুড়া শহরতলির শহরদীঘি গ্রামের এই ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

নিহত আলী হাসানের বাবা জিন্নাহ মিয়ার করা মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন আলী হাসানের বন্ধু সবুজ সওদাগর, তাঁর মা সিল্কি বেগম, ছোট ভাই সম্রাট সওদাগর ও তাঁর স্ত্রী লিপি বেগম। নিহত আলী হাসান বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এই তথ্য জানিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, আলী হাসান ও সবুজ সওদাগর ঘনিষ্ঠ বন্ধু। দুজনই হত্যা ও মাদক মামলার আসামি। আলী হাসান একটি হত্যা মামলায় জেলে থাকা অবস্থায় তাঁর স্ত্রী মিতু বেগমের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন সবুজ সওদাগর। এক বছর আগে আলী হাসান জামিনে বের হলে সবুজের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। তবে স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিলে তাঁদের মধ্যে বিরোধ কমে আসে। ফলে আলী হাসান মাঝেমধ্যে সবুজের বাড়িতে যাতায়াত করতেন।

নিহত আলী হাসানের বাবা জিন্নাহ মিয়া বলেন, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে সবুজ গত মঙ্গলবার দুপুরে আলী হাসানকে শহরদীঘি গ্রামে তাঁর বাড়িতে ডেকে নেন। আলী হাসান সেখানে গিয়ে দেখতে পান তাঁর সাবেক স্ত্রী মিতু বাড়িতে নেই। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হলে সবুজ ছুরি দিয়ে আলী হাসানের বুকে আঘাত করেন। স্থানীয় লোকজন বিষয়টি জেনে গেলে সবুজ তড়িঘড়ি করে আলী হাসানকে হাসপাতালে নিয়ে যান। এই সুযোগে বাড়িতে তালা দিয়ে সবুজের পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়। হাসপাতালে আলী হাসান মারা গেলে লাশ ফেলে পালিয়ে যান সবুজ।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, আলী হাসান মারা যাওয়ার পর থেকে সবুজ সওদাগরসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত