Ajker Patrika

‘ইসিকে বিশ্বাস করে’ পোলিং এজেন্ট দেননি জাকের পার্টির প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২১ জুন ২০২৩, ১৩: ৪৯
‘ইসিকে বিশ্বাস করে’ পোলিং এজেন্ট দেননি জাকের পার্টির প্রার্থী

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাকের পার্টির মেয়র পদপ্রার্থী লতিফ আনোয়ার বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) বিশ্বাস করে ভোটকেন্দ্রে কোনো পোলিং এজেন্ট দেননি তিনি। গোলাপ ফুল প্রতীকের এই প্রার্থী বলেন, মানুষকে ভালোবাসার জন্য তিনি রাজনীতি করেন। আর ভালোবাসার প্রথম শর্ত হলো বিশ্বাস। তিনি সবাইকে বিশ্বাস করতে চান বলেই পোলিং এজেন্ট দেননি।

আজ বুধবার দুপুর ১২টায় রাজশাহী মুসলিম হাইস্কুল কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন লতিফ আনোয়ার। কেন্দ্রে কেন্দ্রে কোনো পোলিং এজেন্ট না থাকার বিষয়ে জানতে চাইলে লতিফ আনোয়ার বলেন, ‘ভোট একটা মাধ্যম। রাজনীতির মাঠে মানুষের সেবা করার সবচেয়ে বড় মাধ্যম। মানুষকে ভালোবাসার মাধ্যম। আর ভালোবাসার প্রথম শর্ত হলো বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘আমি সবাইকে বিশ্বাস করতে চাই। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাস করতে চাই। বাংলাদেশের জনগণকে বিশ্বাস করি। এই বিশ্বাসটা দেখিয়ে আমি ভালোবাসা পেতে চাই। আর বিশ্বাসের কারণেই একমাত্র আমি কোনো কেন্দ্রেই কোনো এজেন্ট দিইনি।’

জাকের পার্টির কর্মীসংকটের কারণে এজেন্ট দেওয়া যায়নি কি না, জানতে চাইলে লতিফ আনোয়ার বলেন, ‘আমার যথেষ্ট নেতা-কর্মী আছে। কেউ যদি মনে করে, জাকের পার্টির ভিত নরম, তাহলে সে ভুল করছে। সারা দেশে জাকের পার্টির প্রচুর নেতা-কর্মী ও সমর্থক আছে। আমি বলছি, জাতিকে নতুন কিছু দিতে চাই। যেটা কোনো রাজনৈতিক দল এ রকম করে না। একমাত্র জাকের পার্টি মানুষকে বিশ্বাস করতে জানে এবং মানুষের বিশ্বাস রাখতেও জানে। সে জন্যই আমি কোনো কেন্দ্রেই কোনো পোলিং এজেন্ট দিইনি।’

এখন পর্যন্ত কোথাও সমস্যা হয়নি জানিয়ে লতিফ আনোয়ার বলেন, ‘রাজশাহীতে খুব সুন্দর পরিবেশে ভোট চলছে। কিছুক্ষণ বৃষ্টি হলো। আবহাওয়াটা ঠান্ডা হলো। আমার আশা, রাজশাহীর মানুষ নির্বিঘ্নে ভোট দেবেন। তাঁরা তাঁদের পছন্দমতো যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।’

নির্বাচনে যে ফলই হোক, মেনে নেবেন কি না, জানতে চাইলে এই তরুণ আইনজীবী বলেন, ‘ভোট এখন পর্যন্ত ভালো চলছে। কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা অপেক্ষা করি। এখনো আমরা মাঝপথে আছি। ভোটটা একটা বড় প্রক্রিয়া। এটা শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপর ফলাফলের কথা বলা যাবে।’

ইভিএম মেশিনে সমস্যা নিয়ে জাকের পার্টির এই প্রার্থী বলেন, ‘ইভিএমের কারণে ভোট গ্রহণে দেরি হচ্ছে এটা বাস্তব কথা। আমি যে পাঞ্জাবিটা পরে আছি, সেটা অন্য কারও গায়ে হয়তো ফিট হবে না। সেটা আমাদের ভালোভাবে দেখতে হবে। কেননা, এক দেশে একটা ভালো চলে সেটা যে আরেক দেশেও ভালো চলবে তা বলা যাবে না। বাংলাদেশ এখনো মনে হয় ইভিএমের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত নয়।’

সিটি নির্বাচনে জাকের পার্টি ছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার শুরুর পর থেকে এ পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ তোলেননি জাকের পার্টির প্রার্থী।

সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১১২ জন ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী আছেন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত