ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের চাপায় ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আজ সোমবার দুপুরে পাবনা-ঈশ্বরদী-নাটোর মহাসড়কের দাশুড়িয়ায় মালিথা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দাশুড়িয়ার সড়াইকান্দি গ্রামের মৃত আছের আলীর ছেলে সেলিম সর্দার (৩৫) ও নাটোর জেলার লালপুর উপজেলার তিলকপুর গ্রামের আব্দুল গণির ছেলে রাকিব হোসেন (৩৫)। এর মধ্যে সেলিম পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী দাশুড়িয়া-নাটোর মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় ও অনেক গাড়ি আটকা পড়ে। প্রায় ৪৫ মিনিট অবরোধ থাকার পর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী দাশুড়িয়ার সড়াইকান্দি গ্রামের রিমন আহমেদ বলেন, বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় দুজন ভ্যান যাত্রীর মাথা ও শরীর থেঁতলে যায়। আমরা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করি। কিন্ত ততক্ষণে দুজনই মারা যায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার ও গাড়ি জব্দ করে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে চারজন যাত্রী নিয়ে একটি রিকশা ভ্যান মুলাডুলির দিক যাচ্ছিল। এ সময় দাশুড়িয়ামুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা ভ্যান থেকে ছিটকে নিচে পড়ে গেলে দুজন যাত্রী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল বাশার বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আমরা কাভার্ড ভ্যানটি জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের চাপায় ভ্যানে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আজ সোমবার দুপুরে পাবনা-ঈশ্বরদী-নাটোর মহাসড়কের দাশুড়িয়ায় মালিথা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার দাশুড়িয়ার সড়াইকান্দি গ্রামের মৃত আছের আলীর ছেলে সেলিম সর্দার (৩৫) ও নাটোর জেলার লালপুর উপজেলার তিলকপুর গ্রামের আব্দুল গণির ছেলে রাকিব হোসেন (৩৫)। এর মধ্যে সেলিম পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী দাশুড়িয়া-নাটোর মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় ও অনেক গাড়ি আটকা পড়ে। প্রায় ৪৫ মিনিট অবরোধ থাকার পর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী দাশুড়িয়ার সড়াইকান্দি গ্রামের রিমন আহমেদ বলেন, বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় দুজন ভ্যান যাত্রীর মাথা ও শরীর থেঁতলে যায়। আমরা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করি। কিন্ত ততক্ষণে দুজনই মারা যায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার ও গাড়ি জব্দ করে।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে চারজন যাত্রী নিয়ে একটি রিকশা ভ্যান মুলাডুলির দিক যাচ্ছিল। এ সময় দাশুড়িয়ামুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশা ভ্যান থেকে ছিটকে নিচে পড়ে গেলে দুজন যাত্রী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল বাশার বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আমরা কাভার্ড ভ্যানটি জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২৫ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৭ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে