পাবনা প্রতিনিধি
পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৩ দিনের এক শিশুর হাতে লাগানো ক্যানুলা খুলতে গিয়ে আঙুলের একাংশ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) গৌতম কুমার কুণ্ডুকে প্রধান করে আজ শনিবার পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশুটির দাদা কার্তিক পাল বলেন, ঠান্ডাজনিত কারণে তাঁর নাতনি মিষ্টি পালকে ২৮ ফেব্রুয়ারি পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। মিষ্টির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বৃহস্পতিবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে সকালে জানান চিকিৎসক। এ সময় মিষ্টির হাতে লাগানো ক্যানুলা খুলতে যান আঞ্জুয়ারা খাতুন নামের একজন আয়া। ক্যানুলার সঙ্গে থাকা সার্জিক্যাল টেপ কাঁচি দিয়ে কাটতে গিয়ে মিষ্টির ডান হাতের কনিষ্ঠা আঙুলের একাংশ (নখের অংশ) কেটে ফেলেন তিনি। শিশুটির চিৎকারে ছুটে আসেন অন্যান্য রোগীর স্বজনেরা। অবস্থা বেগতিক দেখে হাসপাতাল থেকে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত ওই আয়া। পরে শিশু ওয়ার্ড থেকে অর্থোপেডিক ওয়ার্ডে স্থানান্তর করা হয় শিশুটিকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
শিশুটির মা শিল্পী পাল বলেন, ‘ডান হাতের কনিষ্ঠা আঙুলের মাথার অংশ কেটেছে। চিকিৎসকেরা চিকিৎসা দিয়েছেন। আমার মেয়ে ভাল আছে। মেয়ে সুস্থ হলেই আমরা খুশি।’
হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স নাজিরা খাতুন বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘটনার পর শিশু ওয়ার্ড থেকে অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয় শিশুটিকে। বর্তমানে শিশুটির অবস্থা ভাল আছে। ভয়ের কারণ নেই। দুএকদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হতে পারে।
ঘটনায় অভিযুক্ত আয়া আঞ্জুয়ারা খাতুন বলেন, ‘এতদিন ধরে কাজ করি, কোনোদিন ভুল হয়নি। এটা আমার ভুল হয়েছে।’
হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি দুঃখজনক। কার অবহেলায়, কীভাবে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ওই সময় কোন নার্স বা ইনচার্জ কর্মরত ছিলেন, ক্যানোলা খুলতে নার্স না গিয়ে কেন আয়াকে পাঠালেন, সব যাচাই বাছাই করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন দেখে দায়িদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২৩ দিনের এক শিশুর হাতে লাগানো ক্যানুলা খুলতে গিয়ে আঙুলের একাংশ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) গৌতম কুমার কুণ্ডুকে প্রধান করে আজ শনিবার পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশুটির দাদা কার্তিক পাল বলেন, ঠান্ডাজনিত কারণে তাঁর নাতনি মিষ্টি পালকে ২৮ ফেব্রুয়ারি পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। মিষ্টির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বৃহস্পতিবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হবে বলে সকালে জানান চিকিৎসক। এ সময় মিষ্টির হাতে লাগানো ক্যানুলা খুলতে যান আঞ্জুয়ারা খাতুন নামের একজন আয়া। ক্যানুলার সঙ্গে থাকা সার্জিক্যাল টেপ কাঁচি দিয়ে কাটতে গিয়ে মিষ্টির ডান হাতের কনিষ্ঠা আঙুলের একাংশ (নখের অংশ) কেটে ফেলেন তিনি। শিশুটির চিৎকারে ছুটে আসেন অন্যান্য রোগীর স্বজনেরা। অবস্থা বেগতিক দেখে হাসপাতাল থেকে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত ওই আয়া। পরে শিশু ওয়ার্ড থেকে অর্থোপেডিক ওয়ার্ডে স্থানান্তর করা হয় শিশুটিকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
শিশুটির মা শিল্পী পাল বলেন, ‘ডান হাতের কনিষ্ঠা আঙুলের মাথার অংশ কেটেছে। চিকিৎসকেরা চিকিৎসা দিয়েছেন। আমার মেয়ে ভাল আছে। মেয়ে সুস্থ হলেই আমরা খুশি।’
হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স নাজিরা খাতুন বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘটনার পর শিশু ওয়ার্ড থেকে অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয় শিশুটিকে। বর্তমানে শিশুটির অবস্থা ভাল আছে। ভয়ের কারণ নেই। দুএকদিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হতে পারে।
ঘটনায় অভিযুক্ত আয়া আঞ্জুয়ারা খাতুন বলেন, ‘এতদিন ধরে কাজ করি, কোনোদিন ভুল হয়নি। এটা আমার ভুল হয়েছে।’
হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি দুঃখজনক। কার অবহেলায়, কীভাবে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ওই সময় কোন নার্স বা ইনচার্জ কর্মরত ছিলেন, ক্যানোলা খুলতে নার্স না গিয়ে কেন আয়াকে পাঠালেন, সব যাচাই বাছাই করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন দেখে দায়িদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৪ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে