সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙ্গারি ব্যবসায়ী লাভলু ইসলামকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা ঘুষ আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর থানার দুই উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদ।
আজ বুধবার সকালে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে তাঁদের প্রত্যাহার করে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী লাভলু ইসলাম গত সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (রাজশাহী) ও অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) অনুলিপি দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের কাজীপুর থানার উপপরিদর্শক আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদ সঙ্গীয় দুজন ফোর্স নিয়ে সিরাজগঞ্জ সদর থানাধীন রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী লাভলু ইসলামের বাড়িতে কোনো অভিযোগ বা মামলা ছাড়াই অনধিকার প্রবেশ করে তাঁকে ধরে নিয়ে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যান। স্থানীয় প্রায় ৪০-৫০ জনের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় লাভলু ইসলাম তল্লাশির কারণ জানতে চাইলে এসআই আবুল হোসেন তাঁকে নানাবিধ গালিগালাজ ও হুমকি দেন।
একপর্যায়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স চেক করতে হবে মর্মে তাঁকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে প্রায় দুই কিলোমিটার উত্তরে মহিষামুড়া চৌরাস্তা বাজারের পূর্বপাশে মহিলা মাদ্রাসার পেছনে নিয়ে গিয়ে আটকে রাখে এবং তাঁর কাছে থাকা সিমেন্ট বিক্রির ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর লাভলু ইসলামের চোখ বেঁধে আরও ৩০ হাজার টাকা দাবি করে। তাঁদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে মামলায় ফাঁসানোসহ বেধড়ক মারপিটের ভয় দেখানো হয়। লাভলু ইসলাম রতনকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওসমান গনি ও আব্দুস সাত্তারকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা নিয়ে মহিষামুড়া মহিলা মাদ্রাসার পেছনে আসতে বলে। লাভলু ইসলামের ফোনের সূত্র ধরে রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, একডালা গ্রামের বাসিন্দা মৃত ঘাটুর পুত্র আব্দুস সাত্তারসহ ৫-৭ জন ঘটনাস্থল মহিষামুড়া এসে উপস্থিত হন।
এ সময় লাভলু ইসলামের কাছে দাবিকৃত ৩০ হাজার টাকা নিয়ে উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন ও এসআই শহিদুল ইসলাম শহিদের সঙ্গে দেনদরবার হয়। একপর্যায়ে আরও ১০ হাজার টাকা তাঁদের দেওয়া হয়। এভাবে লাভলুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৩০ হাজার এবং পরে দরবারের মাধ্যমে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকার বিনিময়ে লাভলুকে দুই পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনায় একডালাসহ রতনকান্দি ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর সোমবার ভুক্তভোগী ব্যবসায়ী লাভলু ইসলাম ন্যায়বিচার দাবিসহ তদন্তপূর্বক দুই পুলিশ কর্মকর্তার শাস্তি চেয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান বলেন, ‘অভিযোগটি আমি পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সিরাজগঞ্জ সদর উপজেলার ভাঙ্গারি ব্যবসায়ী লাভলু ইসলামকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা ঘুষ আদায়ের অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর থানার দুই উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদ।
আজ বুধবার সকালে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে তাঁদের প্রত্যাহার করে গতকাল মঙ্গলবার রাতে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী লাভলু ইসলাম গত সোমবার সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (রাজশাহী) ও অতিরিক্ত পুলিশ সুপারকে (সদর সার্কেল) অনুলিপি দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের কাজীপুর থানার উপপরিদর্শক আবুল হোসেন ও শহিদুল ইসলাম শহিদ সঙ্গীয় দুজন ফোর্স নিয়ে সিরাজগঞ্জ সদর থানাধীন রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে ভাঙ্গারি ব্যবসায়ী লাভলু ইসলামের বাড়িতে কোনো অভিযোগ বা মামলা ছাড়াই অনধিকার প্রবেশ করে তাঁকে ধরে নিয়ে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যান। স্থানীয় প্রায় ৪০-৫০ জনের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় লাভলু ইসলাম তল্লাশির কারণ জানতে চাইলে এসআই আবুল হোসেন তাঁকে নানাবিধ গালিগালাজ ও হুমকি দেন।
একপর্যায়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স চেক করতে হবে মর্মে তাঁকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে প্রায় দুই কিলোমিটার উত্তরে মহিষামুড়া চৌরাস্তা বাজারের পূর্বপাশে মহিলা মাদ্রাসার পেছনে নিয়ে গিয়ে আটকে রাখে এবং তাঁর কাছে থাকা সিমেন্ট বিক্রির ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এরপর লাভলু ইসলামের চোখ বেঁধে আরও ৩০ হাজার টাকা দাবি করে। তাঁদের চাহিদা অনুযায়ী টাকা না দিলে মামলায় ফাঁসানোসহ বেধড়ক মারপিটের ভয় দেখানো হয়। লাভলু ইসলাম রতনকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওসমান গনি ও আব্দুস সাত্তারকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা নিয়ে মহিষামুড়া মহিলা মাদ্রাসার পেছনে আসতে বলে। লাভলু ইসলামের ফোনের সূত্র ধরে রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, একডালা গ্রামের বাসিন্দা মৃত ঘাটুর পুত্র আব্দুস সাত্তারসহ ৫-৭ জন ঘটনাস্থল মহিষামুড়া এসে উপস্থিত হন।
এ সময় লাভলু ইসলামের কাছে দাবিকৃত ৩০ হাজার টাকা নিয়ে উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন ও এসআই শহিদুল ইসলাম শহিদের সঙ্গে দেনদরবার হয়। একপর্যায়ে আরও ১০ হাজার টাকা তাঁদের দেওয়া হয়। এভাবে লাভলুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৩০ হাজার এবং পরে দরবারের মাধ্যমে ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকার বিনিময়ে লাভলুকে দুই পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনায় একডালাসহ রতনকান্দি ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর সোমবার ভুক্তভোগী ব্যবসায়ী লাভলু ইসলাম ন্যায়বিচার দাবিসহ তদন্তপূর্বক দুই পুলিশ কর্মকর্তার শাস্তি চেয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান বলেন, ‘অভিযোগটি আমি পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১০ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১২ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৪ মিনিট আগে