সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুরে খাল থেকে শহিদুল ইসলাম (৪০) এক মাটিকাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এনায়েতপুরের মণ্ডলপাড়া গ্রামের একটি সরকারি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শহিদুল ইসলাম এনায়েতপুরের মণ্ডলপাড়া গ্রামের মৃত শমসের আলী প্রামাণিকের ছেলে। পেশায় মাটিকাটা শ্রমিক ছিলেন তিনি।
মৃতের শ্বশুর নায়েব আলী বলেন, ‘গত ১৪ বছর আগে আমার মেয়ে আজমিরা খাতুনের সঙ্গে শহিদুলের বিয়ে হয়। সে তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তাঁদের পৈত্তিক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে কিছুদিন আগে এনায়েতপুর হাট সংলগ্ন একটি জমির অংশ বিক্রি করে দেয় শহিদুল। এরপর গতকাল সোমবার দিবাগত রাত থেকে নিখোঁজ হয় সে। পরে আজ দুপুরে সরকারি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।’
এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার প্রামাণিক বলেন, গতকাল দিবাগত রাতের কোনো এক সময় শহিদুল ইসলামের মাথায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ খালে ফেলে দিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
উপপরিদর্শক আরও বলেন, আজ সকালে নিহতের মরদেহ খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথার দুটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে রহস্য জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সিরাজগঞ্জের এনায়েতপুরে খাল থেকে শহিদুল ইসলাম (৪০) এক মাটিকাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এনায়েতপুরের মণ্ডলপাড়া গ্রামের একটি সরকারি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শহিদুল ইসলাম এনায়েতপুরের মণ্ডলপাড়া গ্রামের মৃত শমসের আলী প্রামাণিকের ছেলে। পেশায় মাটিকাটা শ্রমিক ছিলেন তিনি।
মৃতের শ্বশুর নায়েব আলী বলেন, ‘গত ১৪ বছর আগে আমার মেয়ে আজমিরা খাতুনের সঙ্গে শহিদুলের বিয়ে হয়। সে তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তাঁদের পৈত্তিক সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে কিছুদিন আগে এনায়েতপুর হাট সংলগ্ন একটি জমির অংশ বিক্রি করে দেয় শহিদুল। এরপর গতকাল সোমবার দিবাগত রাত থেকে নিখোঁজ হয় সে। পরে আজ দুপুরে সরকারি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।’
এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার প্রামাণিক বলেন, গতকাল দিবাগত রাতের কোনো এক সময় শহিদুল ইসলামের মাথায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ খালে ফেলে দিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
উপপরিদর্শক আরও বলেন, আজ সকালে নিহতের মরদেহ খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের মাথার দুটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে রহস্য জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৭ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪৪ মিনিট আগে