Ajker Patrika

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হলমোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট-পরবর্তী গুম ও খুনের একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আওয়ামী লীগ নেতা আবু আহমদ নজমুল কবির মুক্তা। গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা উপজেলার দাদনচক এলাকার মবিন উদ্দিন আহমেদ টুলু মিয়ার ছেলে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় হলমোড় এলাকা থেকে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় গুম ও খুনের একটি হত্যা মামলা রয়েছে। রোববার তাঁকে আদালতে তোলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত