Ajker Patrika

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ বন্দরে দুই জেলার অনির্দিষ্টকালে ট্রাক ধর্মঘট শুরু করেছে ট্রাক মালিক সমিতি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ট্রাকের ভাড়া বৃদ্ধি ও ট্রান্সপোর্টে দালালির নৈরাজ্য বন্ধের প্রতিবাদে এই ধর্মঘট করছে তারা। 

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির ডাকে রোববার সকাল থেকে এই এ কর্মবিরতি শুরু হয়। আজ সোমবার দ্বিতীয় দিনের ধর্মঘট পালন করছে ট্রাক শ্রমিক ও মালিকেরা। এতে করে ট্রাকে লোড আনলোড বন্ধ রয়েছে। 

কর্মবিরতি পালনকালে ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দকে ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। 

এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মজনু সরকার ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লাসহ প্রমুখ। 

দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছে ট্রাক শ্রমিক ও মালিকেরা। ছবি: আজকের পত্রিকাট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে এটাকে ইস্যু করে দেশে চাল, ডাল ডিমসহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বাস ভাড়া বৃদ্ধি হয়েছে অন্যান্য ভাড়া বৃদ্ধি হয়েছে কিন্তু ট্রাক পরিবহনের ভাড়া বৃদ্ধি হয়নি। এতে ট্রাক মালিকদের লোকসানে পড়তে হচ্ছে। এ বিষয় নিয়ে সুরাহা না হলে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হবে। 

এর আগে গত ২৫ আগস্ট শাহজাদপুররে বাঘাবাড়ী নৌ-বন্দরে ট্রাক মালিক সমিতির কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির যৌথ সভায় এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত