Ajker Patrika

বগুড়ায় বিএনপি নেতা হত্যা: জেলা মোটরমালিক নেতা কারাগারে

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৭: ৫৮
বগুড়ায় বিএনপি নেতা হত্যা: জেলা মোটরমালিক নেতা কারাগারে

হত্যা মামলায় বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি সদর উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি। 

আজ বুধবার শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ১৪ এপ্রিল রাতে বগুড়ার নিশিন্দারা উপশহর বাজার এলাকায় দুর্বৃত্তরা বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম শাহীনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ১৬ এপ্রিল নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী বাদী হয়ে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বগুড়া মোটর মালিক গ্রুপের চলমান বিরোধ নিয়ে শাহীনকে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়। 

মামলাটি দীর্ঘ তদন্তকালে জড়িতদের স্বীকারোক্তিতে হত্যার পরিকল্পনাকারী হিসেবে আমিনুল ইসলামের নাম আসে। পরে তাঁকে প্রধান আসামি করে পুলিশ চার্জশিট দাখিল করে। জেলা জজ আদালতে অভিযোগপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত আমিনুল ইসলাম উচ্চ আদালতে থেকে জামিনে ছিলেন। 

আজ মামলার শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় আসামি আমিনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁর আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত