বগুড়া প্রতিনিধি
হত্যা মামলায় বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি সদর উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি।
আজ বুধবার শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ১৪ এপ্রিল রাতে বগুড়ার নিশিন্দারা উপশহর বাজার এলাকায় দুর্বৃত্তরা বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম শাহীনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ১৬ এপ্রিল নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী বাদী হয়ে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বগুড়া মোটর মালিক গ্রুপের চলমান বিরোধ নিয়ে শাহীনকে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়।
মামলাটি দীর্ঘ তদন্তকালে জড়িতদের স্বীকারোক্তিতে হত্যার পরিকল্পনাকারী হিসেবে আমিনুল ইসলামের নাম আসে। পরে তাঁকে প্রধান আসামি করে পুলিশ চার্জশিট দাখিল করে। জেলা জজ আদালতে অভিযোগপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত আমিনুল ইসলাম উচ্চ আদালতে থেকে জামিনে ছিলেন।
আজ মামলার শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় আসামি আমিনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁর আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
হত্যা মামলায় বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি সদর উপজেলা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি।
আজ বুধবার শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল বাছেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ১৪ এপ্রিল রাতে বগুড়ার নিশিন্দারা উপশহর বাজার এলাকায় দুর্বৃত্তরা বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী মাহবুব আলম শাহীনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ১৬ এপ্রিল নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী বাদী হয়ে আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ১১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বগুড়া মোটর মালিক গ্রুপের চলমান বিরোধ নিয়ে শাহীনকে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়।
মামলাটি দীর্ঘ তদন্তকালে জড়িতদের স্বীকারোক্তিতে হত্যার পরিকল্পনাকারী হিসেবে আমিনুল ইসলামের নাম আসে। পরে তাঁকে প্রধান আসামি করে পুলিশ চার্জশিট দাখিল করে। জেলা জজ আদালতে অভিযোগপত্র গ্রহণ না হওয়া পর্যন্ত আমিনুল ইসলাম উচ্চ আদালতে থেকে জামিনে ছিলেন।
আজ মামলার শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ সময় আসামি আমিনুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁর আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
নরসিংদীর শিবপুরে একাধিক মামলার আসামি জুলাই গণ-অভ্যুত্থানের সময় জেলপলাতক আতিকুল ইসলাম ভূইয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে এ তথ্য জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন। এর আগে শুক্রবার (৯ মে) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল থেকে তাঁকে গ্রেপ্ত
২ মিনিট আগেপানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সংঘ মিত্র বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রাটি বের হয়ে পানছড়ি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধবিহার এসে শেষ হয়।
৮ মিনিট আগেমুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন রংপুরের নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন।
২০ মিনিট আগেক্লাসে কালো বোরকা পরা শিক্ষার্থীদের ‘কালো কাকের’ সঙ্গে তুলনা করার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে গত বুধবার মাস্টার্সের ‘বি’ গ্রুপের শিক্ষার্থীরা বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ দেন।
২৭ মিনিট আগে