নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় দুই যুবককে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে অপহরণের শিকার দুই কিশোরকেও উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার যুবক অপহরণকারী দলের মূল হোতা।
আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তার যুবকের নাম রাকিব হোসেন (২৮)। তিনি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা শহিদ হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া যুবকেরা হলেন—জেলার মান্দা উপজেলার হরিপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. আতিকুর রহমান (১৮) ও আয়াপুর গ্রামের মো. ছাদেক আলীর ছেলে মো. আহসান হাবিব (১৮)।
র্যাব কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার আতিকুর রহমান ও আহসান হাবিব নামের দুই কলেজছাত্র সদরের কীর্তিপুর এলাকায় ঘুরতে যায়। এ সময় তাদের একা পেয়ে মো. রাকিব হোসেন ও পলাতক আসামি লিটন সরদার তাঁদের নির্জন স্থানে নিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে তাদের মুক্তিপণ আদায়ের জন্য পরিবারে ফোন করে। সন্তানদের কথা চিন্তা করে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায়। পরে আরও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে প্রাণনাশের হুমকি দেয় আসামিরা।’
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘এরপর ভুক্তভোগীর পরিবার র্যাব ক্যাম্পে যোগাযোগ করলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুই ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণের মূল হোতা রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
নওগাঁয় দুই যুবককে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে অপহরণের শিকার দুই কিশোরকেও উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার যুবক অপহরণকারী দলের মূল হোতা।
আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তার যুবকের নাম রাকিব হোসেন (২৮)। তিনি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা শহিদ হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া যুবকেরা হলেন—জেলার মান্দা উপজেলার হরিপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. আতিকুর রহমান (১৮) ও আয়াপুর গ্রামের মো. ছাদেক আলীর ছেলে মো. আহসান হাবিব (১৮)।
র্যাব কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার আতিকুর রহমান ও আহসান হাবিব নামের দুই কলেজছাত্র সদরের কীর্তিপুর এলাকায় ঘুরতে যায়। এ সময় তাদের একা পেয়ে মো. রাকিব হোসেন ও পলাতক আসামি লিটন সরদার তাঁদের নির্জন স্থানে নিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে তাদের মুক্তিপণ আদায়ের জন্য পরিবারে ফোন করে। সন্তানদের কথা চিন্তা করে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায়। পরে আরও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে প্রাণনাশের হুমকি দেয় আসামিরা।’
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘এরপর ভুক্তভোগীর পরিবার র্যাব ক্যাম্পে যোগাযোগ করলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুই ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণের মূল হোতা রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
২ মিনিট আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
৬ মিনিট আগেগাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ..
১৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। মরিচা ইউনিয়নের ভূরকা, হাটখোলা ও কোলদিয়া এলাকায় চার কিলোমিটারজুড়ে এই ভাঙন চলছে। ভাঙন রোধে হাটখোলা থেকে ভূরকা পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
১৭ মিনিট আগে