Ajker Patrika

রাজশাহী জেলা ও নগর যুবলীগের সম্মেলন সেপ্টেম্বরে 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী জেলা ও নগর যুবলীগের সম্মেলন সেপ্টেম্বরে 

রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী মাসে অনুষ্ঠিত হবে। আগামী ২ ও ৩ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে গতকাল বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত আলাদা দুটি চিঠিতে জানানো হয়েছে। 

চিঠিতে রাজশাহী মহানগর ও জেলা শাখা যুবলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। 

সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন বলে চিঠিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত