সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় জামায়াতের প্রতিবাদ সভা পণ্ড হয়ে গেছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে জামায়াতের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ১০ নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই জামায়াত নেতা হলেন মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আহত জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলি।
জামায়াত নেতারা জানান, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াতের নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জামায়াত নেতারা সমাবেশস্থলে উপস্থিত হলে হঠাৎ ২০-৩০ জন অস্ত্রধারী সেখানে উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুই জামায়াত নেতা গুলিবিদ্ধ হন। আহত হন ১০ জন। এ সময় সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ জামায়াতের ৭-৮ জন নেতা-কর্মীকে অবরুদ্ধ করে রাখে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ জামায়াতের নেতা-কর্মীদের উদ্ধার করে।
হামলায় আহত সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলি বলেন, ‘জামায়াত-সমর্থিত ওই প্রধান শিক্ষকের ওপর গত বুধবার রাতে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভার আয়োজন করেছি। কিন্তু যখন নেতারা ধীরে ধীরে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছিলেন, তখন হঠাৎ সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়।’
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, অবরুদ্ধ জামায়াতের নেতা-কর্মীদের উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় জামায়াতের প্রতিবাদ সভা পণ্ড হয়ে গেছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে জামায়াতের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ১০ নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই জামায়াত নেতা হলেন মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আহত জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলি।
জামায়াত নেতারা জানান, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াতের নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জামায়াত নেতারা সমাবেশস্থলে উপস্থিত হলে হঠাৎ ২০-৩০ জন অস্ত্রধারী সেখানে উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুই জামায়াত নেতা গুলিবিদ্ধ হন। আহত হন ১০ জন। এ সময় সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ জামায়াতের ৭-৮ জন নেতা-কর্মীকে অবরুদ্ধ করে রাখে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ জামায়াতের নেতা-কর্মীদের উদ্ধার করে।
হামলায় আহত সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলি বলেন, ‘জামায়াত-সমর্থিত ওই প্রধান শিক্ষকের ওপর গত বুধবার রাতে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভার আয়োজন করেছি। কিন্তু যখন নেতারা ধীরে ধীরে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছিলেন, তখন হঠাৎ সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়।’
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, অবরুদ্ধ জামায়াতের নেতা-কর্মীদের উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
৩ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
৮ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
১৩ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
১৮ মিনিট আগে