প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
মোকলেছ উদ্দিন খন্দকার (৫২)। করোনা সংক্রমণ থেকে বাঁচতে টিকা নেন শনিবার সকাল সাড়ে ৯টায়। টিকা গ্রহণের কিছুক্ষণ পর থেকেই তাঁর শুরু হয় মাথা ঘোরা। অবস্থার অবনতি হলে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান স্বজনরা। তারপর বিকেল চারটার দিকে তিনি মারা যান। এ ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামে। মোকলেছ উদ্দিন উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের মৃত আফতাব উদ্দিন খন্দকারের ছেলে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দাবি টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হয়নি। তাঁর মৃত্যুর অন্য কোন কারণ রয়েছে।
শনিবার থেকে উপজেলার ৫টি ইউনিয়নে কোভিড-১৯ ক্যাম্পেইন চলছিল। মোকলেছ উদ্দিন খন্দকার উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি রোস্তম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করোনার টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণের কিছুক্ষণ পর তাঁর মাথা ঘুরতে থাকে। এ অবস্থায় তাঁকে নওগাঁ বাজারের এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল চারটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
এ ব্যাপারে খানমরিচ ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছাদুর রহমান বলেন, মোকলেছ উদ্দিন আগে থেকেই অসুস্থ, লো প্রেসারের রোগী। তিনি আজ সকাল সাড়ে নয়টা-দশটার দিকে করোনার টিকা নেন। পরে শুনি বিকেলে তিনি বাড়িতে মারা গেছেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমের বক্তব্য নিতে তাঁর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন ব্যক্তির মৃত্যুর খবর তিনি শুনেছেন। যিনি আজ সকাল সাড়ে নয়টার দিকে করোনা টিকা গ্রহণ করেছেন। কিন্তু তিনি যে করোনা ভ্যাকসিনের ইফেক্টে মারা গেছেন সেটা বলতে পারি না।’
পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘একজন ব্যক্তি হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যাওয়ার খবর শুনেছি। করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হলে টিকা নেওয়ার আধা ঘণ্টা সময়ের মধ্যেই তাঁর মারা যাওয়ার কথা।’
প্রসঙ্গত, আজ শনিবার ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে ৩ হাজার মানুষকে গণ টিকা প্রদান করা হয়।
মোকলেছ উদ্দিন খন্দকার (৫২)। করোনা সংক্রমণ থেকে বাঁচতে টিকা নেন শনিবার সকাল সাড়ে ৯টায়। টিকা গ্রহণের কিছুক্ষণ পর থেকেই তাঁর শুরু হয় মাথা ঘোরা। অবস্থার অবনতি হলে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান স্বজনরা। তারপর বিকেল চারটার দিকে তিনি মারা যান। এ ঘটনাটি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামে। মোকলেছ উদ্দিন উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের মৃত আফতাব উদ্দিন খন্দকারের ছেলে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের দাবি টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হয়নি। তাঁর মৃত্যুর অন্য কোন কারণ রয়েছে।
শনিবার থেকে উপজেলার ৫টি ইউনিয়নে কোভিড-১৯ ক্যাম্পেইন চলছিল। মোকলেছ উদ্দিন খন্দকার উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি রোস্তম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে করোনার টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণের কিছুক্ষণ পর তাঁর মাথা ঘুরতে থাকে। এ অবস্থায় তাঁকে নওগাঁ বাজারের এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে বিকেল চারটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
এ ব্যাপারে খানমরিচ ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছাদুর রহমান বলেন, মোকলেছ উদ্দিন আগে থেকেই অসুস্থ, লো প্রেসারের রোগী। তিনি আজ সকাল সাড়ে নয়টা-দশটার দিকে করোনার টিকা নেন। পরে শুনি বিকেলে তিনি বাড়িতে মারা গেছেন।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমের বক্তব্য নিতে তাঁর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন ব্যক্তির মৃত্যুর খবর তিনি শুনেছেন। যিনি আজ সকাল সাড়ে নয়টার দিকে করোনা টিকা গ্রহণ করেছেন। কিন্তু তিনি যে করোনা ভ্যাকসিনের ইফেক্টে মারা গেছেন সেটা বলতে পারি না।’
পাবনা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, ‘একজন ব্যক্তি হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যাওয়ার খবর শুনেছি। করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর মৃত্যু হলে টিকা নেওয়ার আধা ঘণ্টা সময়ের মধ্যেই তাঁর মারা যাওয়ার কথা।’
প্রসঙ্গত, আজ শনিবার ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি কেন্দ্রে ৩ হাজার মানুষকে গণ টিকা প্রদান করা হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা-পুলিশ।
২৪ মিনিট আগেসাড়ে তিন বছর আগে নোয়াখালীর সোনাইমুড়ী বারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ। কিন্তু তিনি এই ফলাফল না মেনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন। অবশেষে আদালত তাঁকে ৪৬৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন।
২৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে আন্তনগর ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনের ব্যানারে আজ বুধবার সকাল ১০টায় শহরের রেলস্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন ৪০ মিনিট আটকে রাখা হয়।
৩২ মিনিট আগেনড়াইল শহরে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
৩৫ মিনিট আগে