Ajker Patrika

নড়াইলে হকার্স মার্কেটের অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ

নড়াইল প্রতিনিধি 
নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা
নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

নড়াইল শহরে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

নড়াইল শহরের ৫.৫০ কিমি ফোর লেন প্রকল্পে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার পাশে এসব অবৈধ দোকানপাট গড়ে উঠেছিল। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র সরকার বলেন, রূপগঞ্জ এলাকায় হকার্স মার্কেটের ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। তারা এতে কর্ণপাত না করায় অর্ধশতাধিক অবৈধ টিনশেড দোকান উচ্ছেদ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত