Ajker Patrika

ক্লাস-পরীক্ষা বর্জন করে পাবনা মেডিকেলের শিক্ষার্থীদের বিক্ষোভ 

পাবনা প্রতিনিধি
ক্লাস-পরীক্ষা বর্জন করে পাবনা মেডিকেলের শিক্ষার্থীদের বিক্ষোভ 

ক্লাস-পরীক্ষা বর্জন করে ৮ দফা দাবিতে বিক্ষোভ করেছেন পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে সব সেমিস্টারের শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করেন। দাবিগুলো মধ্যে অন্যতম হচ্ছে পরিবহন সমস্যার সমাধান। 

আন্দোলনরত শিক্ষার্থী রাহুল কুমার দাস, সুরাইয়া শারমিন শান্তা, আনিসুর রহমান নায়েম বলেন, দীর্ঘদিন ধরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভাড়া করা পরিবহন বাজেট সংকট দেখিয়ে বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ। নিজস্ব পরিবহন না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সকল বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে বলার পরেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।

পরিবহন সমস্যার পাশাপাশি হোস্টেল ও ক্যাম্পাসের নিরাপত্তার ব্যবস্থা জোরদার, ক্যাম্পাসের মূল ফটক নির্মাণ, কলেজের সামনে ভাঙা সড়ক দ্রুত সংস্কার করা, ছাত্র হোস্টেলের জলাবদ্ধতা দূর করা, হোস্টেলগুলোয় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, শিক্ষার্থীদের খেলার জন্য স্থায়ী খেলার মাঠের ব্যবস্থাসহ ৮টি দাবি কলেজ অধ্যক্ষের কাছে তুলে ধরেন শিক্ষার্থীরা। 

ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাযদি এই সব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হয় তাহলে আগামী শনিবার থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে কলেজ অধ্যক্ষ চিকিৎসক উবায়দুল্লাহ-ইবনে আলী আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়ে আসলে গণপূর্তের সঙ্গে আমাদের অনেকবার কথা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন বর্তমানে বাজেট সংকট রয়েছে। এই কলেজের সমস্ত কাজ গণপূর্ত বিভাগ করে থাকেন। পরিবহন সংকট দূর করার জন্য একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করার। বাজেট আসলে সবকিছুরই সমাধান হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত