Ajker Patrika

পদ্মায় বাড়ছে পানি, নদীভাঙনের আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৬: ০২
পদ্মায় বাড়ছে পানি, নদীভাঙনের আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতেও বাড়ছে পানি। পদ্মা নদীতে পানি বাড়ায় নদীভাঙন শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে দশমিক ৩০ মিলিমিটার, মহানন্দায় দশমিক ২৭ মিলিমিটার আর পুনর্ভবা নদীতে দশমিক ১০ মিলিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ফলে পানি বেড়ে যাওয়ায় নদীভাঙন দেখা দিয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর থেকে নামোজগন্নাথপুর পর্যন্ত নদীগর্ভে বিলীন হচ্ছে কৃষিজমি।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত এই ভাঙন রোধ করা না গেলে গত বছরের মতো এবারও পদ্মায় বিলীন হবে বসতভিটাসহ হাজার হাজার বিঘা জমি। 

মনোহরপুর গ্রামের বাসিন্দা মুরশালিন জানান, গত বছর আমাদের অনেক ধানি জমি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। ওই সব জমি থেকে সাত-আট মাসের চাল উৎপাদন হতো। আমার এক প্রতিবেশীর দুই-তিন বিঘা জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। এ ছাড়া আরও অনেকেই বাড়ি, ভিটামাটি হারিয়েছে। আমাদের শান্ত্বনা দেওয়ার জন্য জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। কিন্তু ১৫-২০ দিনের মাথায় ওই জিও ব্যাগগুলো পানিতে তলিয়ে গেছে। 

শিমুল নামের এক যুবক বলেন, ‘মনোহরপুর থেকে জগন্নাথপুর পর্যন্ত নদীভাঙন শুরু হয়েছে। পাড়গুলো বেলে মাটির হওয়ায় নিমেষেই পদ্মার করালগ্রাসে নেমে যাচ্ছে। অনেকের ভিটেমাটি, ধানি জমি, আমবাগান নদীতে বিলীন হয়েছে। দ্রুত ভাঙন না রুখলে জনবসতিও বিলীন হয়ে যাবে।’ 

দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম পুলিশের সদস্য শাহিন ইসলাম বলেন, ‘গত বছরের ন্যায় এবারও ভাঙন শুরু হয়েছে। নদীতে পানি বাড়লে কিংবা কমলে ভাঙন ধরে।’ 

জেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আব্দুল মমিন বলেন, ‘পদ্মায় বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ৫০ মিলিমিটার। বর্তমানে পানি আছে ১৪ দশমিক ৬৮ মিলিমিটার। মহানন্দায় বিপৎসীমা ধরা হয়েছে ২১ মিলিমিটার, সেখানে ১৫ দশমিক ০১ মিলিমিটার পানি আছে। পুনর্ভবায় ২২ মিলিমিটার বিপৎসীমা ধরা হয়েছে। তবে বর্তমানে ওই নদীতে পানি আছে ১৫ দশমিক ৯৭ মিলিমিটার। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ‘পদ্মাপারে ১০ কিলোমিটার এলাকার কিছু কিছু জায়গায় ভাঙন শুরু হয়েছে। ওই সব এলাকায় কাজ শুরুর অনুমতি পাইনি। অনুমতি পেলে আমরা ভাঙন রোধে কাজ শুরু করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত