শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
সিনেমার নায়ক না হলেও বগুড়ার শিবগঞ্জের মোকামতলার আবদুল করিমের দুটি স্বপ্নের নাম হিরো আলম ও যুবরাজ। তিনি পেশাদার খামারি নন, তবে শখের বশে প্রায় চার বছর ধরে দুটি ষাঁড় লালনপালন করছেন। আদর করে ষাঁড় দুটির নাম দিয়েছেন হিরো আলম ও যুবরাজ। ফ্রিজিয়ান জাতের এই দুই ষাঁড়ের বর্তমান ওজন ১২০০ ও ১২৫০ কেজি। আবদুল করিমের আশা, এবারের কোরবানির পশুর হাটে তাঁর এই দুই স্বপ্নের দাম হাঁকবেন ২৫ থেকে ৩০ লাখ টাকা এবং কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারলে গরুর খামার গড়ে তুলবেন।
আজ মঙ্গলবার সরেজমিনে উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামে গেলে দেখা গেছে আবদুল করিম ষাঁড় দুটির যত্ন নিচ্ছেন। এ সময় কথা হয় তাঁর সঙ্গে।
করিম বলেন, ‘গরু লালনপালন করা আমার শখ। প্রায় চার বছর ধরে হিরো আলম ও যুবরাজকে ঘাস, খইল, ভুসি খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে লালনপালন করে বড় করেছি। প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার টাকার খাবার ষাঁড় দুটিকে দিতে হয়। প্রতিদিন উৎসুক মানুষ হিরো আলম ও যুবরাজকে দেখতে বাড়িতে আসছেন। ক্রেতা এলে গোয়ালঘর থেকে ষাঁড় দুটি বের করতে বেশ কষ্টই হয়।’
আবদুল করিম আরও বলেন, ‘হিরো আলম ও যুবরাজকে আশা করছি কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারব। যদি কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারি, তবে একটি গরুর খামার করব।’
আবদুল করিমের প্রতিবেশীরা বলেন, দিন-রাত গরুর যত্ন-আত্তি করেই সময় কাটে আবদুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের। এমনকি গরুর গোয়ালেই রাত কাটান আবদুল করিম।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান আজকের পত্রিকাকে জানান, বর্তমানে উপজেলায় ৪ হাজার ৪৬০ জন খামারি কোরবানির পশু লালনপালন করছেন। এসব খামারির খামারে ৪৩ হাজার ৮৪৫টি কোরবানিযোগ্য পশু লালনপালন করা হচ্ছে। এ ছাড়া আবদুল করিমের মতো গ্রামগঞ্জে অনেক মানুষ শখের বসে গরু-ছাগল পালন করছেন। বাজারে পশুর দাম ভালোই থাকবে বলে আশা করা যাচ্ছে।
সিনেমার নায়ক না হলেও বগুড়ার শিবগঞ্জের মোকামতলার আবদুল করিমের দুটি স্বপ্নের নাম হিরো আলম ও যুবরাজ। তিনি পেশাদার খামারি নন, তবে শখের বশে প্রায় চার বছর ধরে দুটি ষাঁড় লালনপালন করছেন। আদর করে ষাঁড় দুটির নাম দিয়েছেন হিরো আলম ও যুবরাজ। ফ্রিজিয়ান জাতের এই দুই ষাঁড়ের বর্তমান ওজন ১২০০ ও ১২৫০ কেজি। আবদুল করিমের আশা, এবারের কোরবানির পশুর হাটে তাঁর এই দুই স্বপ্নের দাম হাঁকবেন ২৫ থেকে ৩০ লাখ টাকা এবং কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারলে গরুর খামার গড়ে তুলবেন।
আজ মঙ্গলবার সরেজমিনে উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগকোলা গ্রামে গেলে দেখা গেছে আবদুল করিম ষাঁড় দুটির যত্ন নিচ্ছেন। এ সময় কথা হয় তাঁর সঙ্গে।
করিম বলেন, ‘গরু লালনপালন করা আমার শখ। প্রায় চার বছর ধরে হিরো আলম ও যুবরাজকে ঘাস, খইল, ভুসি খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে লালনপালন করে বড় করেছি। প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার টাকার খাবার ষাঁড় দুটিকে দিতে হয়। প্রতিদিন উৎসুক মানুষ হিরো আলম ও যুবরাজকে দেখতে বাড়িতে আসছেন। ক্রেতা এলে গোয়ালঘর থেকে ষাঁড় দুটি বের করতে বেশ কষ্টই হয়।’
আবদুল করিম আরও বলেন, ‘হিরো আলম ও যুবরাজকে আশা করছি কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারব। যদি কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারি, তবে একটি গরুর খামার করব।’
আবদুল করিমের প্রতিবেশীরা বলেন, দিন-রাত গরুর যত্ন-আত্তি করেই সময় কাটে আবদুল করিম ও তাঁর পরিবারের সদস্যদের। এমনকি গরুর গোয়ালেই রাত কাটান আবদুল করিম।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাফরিন রহমান আজকের পত্রিকাকে জানান, বর্তমানে উপজেলায় ৪ হাজার ৪৬০ জন খামারি কোরবানির পশু লালনপালন করছেন। এসব খামারির খামারে ৪৩ হাজার ৮৪৫টি কোরবানিযোগ্য পশু লালনপালন করা হচ্ছে। এ ছাড়া আবদুল করিমের মতো গ্রামগঞ্জে অনেক মানুষ শখের বসে গরু-ছাগল পালন করছেন। বাজারে পশুর দাম ভালোই থাকবে বলে আশা করা যাচ্ছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৫ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে