প্রতিনিধি, বগুড়া
বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই আজ বুধবার দিনব্যাপী চলেছে মহাস্থান পশুহাট। সকাল থেকেই এ হাটে ছিল উপচে পড়া ভিড়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নানা পদক্ষেপ নেওয়া হলেও সেগুলো হাটে আসা মানুষজন মানছে না বলেও জানিয়েছে হাট কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসনও করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেয়নি।
সরেজমিনে দেখা গেছে, প্রত্যেকটি পশুর মাঝে অন্তত ৫ ফুট দূরত্ব রাখার জন্য হাটে ১৬টি জায়গায় নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কোনো নির্দেশনাই বাস্তবায়ন হয়নি। সেখানে হাত ধোয়ার জন্য বেসিন, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া থাকলেও কেউ সেগুলো ব্যবহার করেননি। কিন্তু সরকারি নির্দেশনা বাস্তবায়নে হাটে উপজেলা প্রশাসনের কোনো নজরদারি ছিল না।
গরু ব্যাপারী ইসমাইল বলেন, আমরা মালিকপক্ষর চুক্তি অনুযায়ী ১০০টি গরু কিনে দিতে হাটে এসেছি। আমার সঙ্গে আরও পাঁচজন আছেন। বিনিময়ে প্রতি গরু থেকে আমরা ৫০০ টাকা করে পাব। হাটে অনেক ক্রেতা-বিক্রেতা এসেছে। এত ভিড়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব নয়।
হাট কর্তৃপক্ষ মানিক ও মনিরুজ্জামান মটু বলেন, হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার এবং প্রচুর মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করা হয়েছে। কিন্তু হাটে আসা মানুষদের অনেকেই তা মানছেন না।
মহাস্থান হাট কমিটির ইজারাদার রাগেবুল আহসান রিপু বলেন, হাটে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। সেখানে ১৫ টির বেশি হাত ধোয়ার জায়গা করা হয়েছে এবং হাটে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ৪টি পয়েন্টে মাইকিং করা হয়েছে। এরপরেও অনেক ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছেন না। সে ক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব রকম ব্যবস্থা রেখেছিলাম। মাস্কও বিতরণ করা হয়েছে। তবে যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকায় সেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলাটা কঠিন।
বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই আজ বুধবার দিনব্যাপী চলেছে মহাস্থান পশুহাট। সকাল থেকেই এ হাটে ছিল উপচে পড়া ভিড়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নানা পদক্ষেপ নেওয়া হলেও সেগুলো হাটে আসা মানুষজন মানছে না বলেও জানিয়েছে হাট কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসনও করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেয়নি।
সরেজমিনে দেখা গেছে, প্রত্যেকটি পশুর মাঝে অন্তত ৫ ফুট দূরত্ব রাখার জন্য হাটে ১৬টি জায়গায় নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কোনো নির্দেশনাই বাস্তবায়ন হয়নি। সেখানে হাত ধোয়ার জন্য বেসিন, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া থাকলেও কেউ সেগুলো ব্যবহার করেননি। কিন্তু সরকারি নির্দেশনা বাস্তবায়নে হাটে উপজেলা প্রশাসনের কোনো নজরদারি ছিল না।
গরু ব্যাপারী ইসমাইল বলেন, আমরা মালিকপক্ষর চুক্তি অনুযায়ী ১০০টি গরু কিনে দিতে হাটে এসেছি। আমার সঙ্গে আরও পাঁচজন আছেন। বিনিময়ে প্রতি গরু থেকে আমরা ৫০০ টাকা করে পাব। হাটে অনেক ক্রেতা-বিক্রেতা এসেছে। এত ভিড়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব নয়।
হাট কর্তৃপক্ষ মানিক ও মনিরুজ্জামান মটু বলেন, হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার এবং প্রচুর মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করা হয়েছে। কিন্তু হাটে আসা মানুষদের অনেকেই তা মানছেন না।
মহাস্থান হাট কমিটির ইজারাদার রাগেবুল আহসান রিপু বলেন, হাটে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। সেখানে ১৫ টির বেশি হাত ধোয়ার জায়গা করা হয়েছে এবং হাটে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ৪টি পয়েন্টে মাইকিং করা হয়েছে। এরপরেও অনেক ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছেন না। সে ক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব রকম ব্যবস্থা রেখেছিলাম। মাস্কও বিতরণ করা হয়েছে। তবে যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকায় সেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলাটা কঠিন।
উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
২ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৬ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
৮ মিনিট আগেঅন্তর্বর্তী সরকার সংস্কারের নামে অনেক কমিশন করলেও সেখানে দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দাবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। জাতীয় যুব দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ
১২ মিনিট আগে