নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনেও আন্তজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
অন্যদিকে এই দ্বন্দ্বের জেরে গত সোমবার বিকেল থেকে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকলেও আজ বুধবার সকাল থেকে সড়কে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে। অটোরিকশার চালকেরা বলছেন, তাঁদের নিজেদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি কমাতে অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছেন তাঁরা। এর আগে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখেন বাস মালিক ও শ্রমিকেরা। পরে অটোরিকশাও চলাচল বন্ধ করে দেন চালকেরা।
আজ সকাল ১০টায় শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস ধর্মঘটের কারণে টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাস। যাত্রীরা টার্মিনালে এসে দাঁড়িয়ে আছে। গন্তব্যে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে তারা। তবে সিএনজি অটোস্ট্যান্ড এলাকায় গিয়ে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে।
সাধারণ যাত্রীদের কাছ থেকে জানা গেছে, বাস বন্ধ থাকায় এখন একমাত্র ভরসা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। গতকাল সকালে অটোরিকশাও বন্ধ ছিল। তবে বাস বন্ধ থাকায় আজ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় গন্তব্যে যেতে হচ্ছে।
নজিপুরের যাত্রী মিনহাজ ফারাবি বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকেরা যেসব কারণে ধর্মঘটের ডাক দিয়েছেন, সেগুলো দ্রুত সমাধান করা উচিত। এভাবে আমাদের দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা নাই।’ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা আব্দুল হান্নান বলেন, ‘অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো বাস পাইনি। আবার সিএনজি অটোরিকশা ভাড়া চাইছে বেশি। এখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই অফিসে যেতে হবে।’
পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অটোরিকশা চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশাশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশার নিবন্ধন প্রদান, সড়কে চলাচলে বাধা দেওয়াসহ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও মালিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার ভোর থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। সেই সঙ্গে অটোরিকশার মালিকেরাও তাঁদের অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।
জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, বুধবার দুপুর পর্যন্ত বাস চলাচলের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সমস্যা সমাধানের জন্য দুপুরের পর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আলোচনায় বসবেন। আলোচনা শেষে বিকেলে বাস চলাচলের বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে।
নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন বলেন, ‘গত সোমবারের ঘটনাটি পরে সমাধান হয়েছে। এরপর বাস চলাচলের কথা থাকলেও তাঁরা (বাসমালিক) বন্ধ রাখেন। পরে জানতে পারলাম অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে তাঁরা বাস বন্ধ রেখেছেন। কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি তাঁরা সামনে নিয়ে আসছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি যেন না হয় সে জন্য অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছি।’
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে দ্বিতীয় দিনেও আন্তজেলা ও জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
অন্যদিকে এই দ্বন্দ্বের জেরে গত সোমবার বিকেল থেকে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকলেও আজ বুধবার সকাল থেকে সড়কে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে। অটোরিকশার চালকেরা বলছেন, তাঁদের নিজেদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি কমাতে অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছেন তাঁরা। এর আগে অটোরিকশার শ্রমিকেরা বাসশ্রমিকদের মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখেন বাস মালিক ও শ্রমিকেরা। পরে অটোরিকশাও চলাচল বন্ধ করে দেন চালকেরা।
আজ সকাল ১০টায় শহরের বালুডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস ধর্মঘটের কারণে টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাস। যাত্রীরা টার্মিনালে এসে দাঁড়িয়ে আছে। গন্তব্যে যেতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে তারা। তবে সিএনজি অটোস্ট্যান্ড এলাকায় গিয়ে অটোরিকশা চলাচল স্বাভাবিক দেখা গেছে।
সাধারণ যাত্রীদের কাছ থেকে জানা গেছে, বাস বন্ধ থাকায় এখন একমাত্র ভরসা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। গতকাল সকালে অটোরিকশাও বন্ধ ছিল। তবে বাস বন্ধ থাকায় আজ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশায় গন্তব্যে যেতে হচ্ছে।
নজিপুরের যাত্রী মিনহাজ ফারাবি বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকেরা যেসব কারণে ধর্মঘটের ডাক দিয়েছেন, সেগুলো দ্রুত সমাধান করা উচিত। এভাবে আমাদের দুর্ভোগে ফেলার কোনো যৌক্তিকতা নাই।’ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা আব্দুল হান্নান বলেন, ‘অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো বাস পাইনি। আবার সিএনজি অটোরিকশা ভাড়া চাইছে বেশি। এখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই অফিসে যেতে হবে।’
পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অটোরিকশা চালাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাস ও অটোরিকশাশ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার পর সন্ধ্যায় নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে অটোরিকশার নিবন্ধন প্রদান, সড়কে চলাচলে বাধা দেওয়াসহ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও মালিকেরা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গতকাল মঙ্গলবার ভোর থেকে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক ও শ্রমিকেরা। সেই সঙ্গে অটোরিকশার মালিকেরাও তাঁদের অটোরিকশা চলাচল বন্ধ করে দেন।
জেলা বাস মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম বলেন, বুধবার দুপুর পর্যন্ত বাস চলাচলের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সমস্যা সমাধানের জন্য দুপুরের পর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আলোচনায় বসবেন। আলোচনা শেষে বিকেলে বাস চলাচলের বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে।
নওগাঁ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশিক হোসেন বলেন, ‘গত সোমবারের ঘটনাটি পরে সমাধান হয়েছে। এরপর বাস চলাচলের কথা থাকলেও তাঁরা (বাসমালিক) বন্ধ রাখেন। পরে জানতে পারলাম অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে তাঁরা বাস বন্ধ রেখেছেন। কিন্তু আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি তাঁরা সামনে নিয়ে আসছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সংগঠনের সিদ্ধান্তের পর জনগণের ভোগান্তি যেন না হয় সে জন্য অটোরিকশা চলাচল স্বাভাবিক রেখেছি।’
নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে