Ajker Patrika

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধীদের দমন-নিপীড়ন চালাচ্ছে সরকার: বিএনপি নেতা টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৭: ৫৯
রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধীদের দমন-নিপীড়ন চালাচ্ছে সরকার: বিএনপি নেতা টুকু

সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধীদের দমন-নিপীড়ন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের নিজ বাসভবনে বিএনপি ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘রাষ্ট্র একটি দলের নিপীড়নের যন্ত্র হয়ে গেছে। সরকার একদলীয় শাসন কায়েম করে প্রশাসনকে ধ্বংস করেছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের দমন-নিপীড়ন করে দেশ শাসন করছে সরকার। ১৪ বছর হলো, এ সরকারের মধ্যে কোনো গণতন্ত্র নেই। তারা গণতন্ত্রের কিছু মানে না।’ 

সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত