বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত নির্মাণশ্রমিক জাবেদের (৩৫) লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার বগুড়া শহরের ভাইপাগলা মাজার গোরস্থানে আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় লাশ দাফন করা হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান আজ শনিবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্ট থেকে জাবেদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল। ফিঙ্গার প্রিন্ট ও স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়েও তাঁর পরিচয় উদ্ঘাটন করা যায়নি। নিহতের মাথায়, ডান গালে ও দুই পায়ে জখমের চিহ্ন ছিল।
বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্যসচিব লিটন শেখ বাঘা বলেন, নির্মাণশ্রমিক হিসেবে পরিচয়পত্রে জাবেদের ঠিকানা বগুড়া শহরের বেজোড়া লেখা ছিল। সে অনুযায়ী বেজোড়া এলাকায় খোঁজ করেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লিটন শেখ বাঘা আরও বলেন, ‘৪ আগস্ট শহরের সাতমাথায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন জাবেদ। রাত ৮টার দিকে সাতমাথাসংলগ্ন বগুড়া জিলা স্কুল মাঠে রক্তাক্ত জখম অবস্থায় জাবেদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বিভিন্নভাবে তাঁর পরিচয় জানার চেষ্টা করি। কেউ তাঁকে চিনতে না পারায় পুলিশ লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের দ্বারস্থ হয়। পরে ভাইপাগলা মাজার গোরস্থানে লাশ দাফন করা হয়।’
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত নির্মাণশ্রমিক জাবেদের (৩৫) লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার বগুড়া শহরের ভাইপাগলা মাজার গোরস্থানে আঞ্জুমান মুফিদুল ইসলামের সহায়তায় লাশ দাফন করা হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান আজ শনিবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্ট থেকে জাবেদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল। ফিঙ্গার প্রিন্ট ও স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়েও তাঁর পরিচয় উদ্ঘাটন করা যায়নি। নিহতের মাথায়, ডান গালে ও দুই পায়ে জখমের চিহ্ন ছিল।
বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্যসচিব লিটন শেখ বাঘা বলেন, নির্মাণশ্রমিক হিসেবে পরিচয়পত্রে জাবেদের ঠিকানা বগুড়া শহরের বেজোড়া লেখা ছিল। সে অনুযায়ী বেজোড়া এলাকায় খোঁজ করেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লিটন শেখ বাঘা আরও বলেন, ‘৪ আগস্ট শহরের সাতমাথায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন জাবেদ। রাত ৮টার দিকে সাতমাথাসংলগ্ন বগুড়া জিলা স্কুল মাঠে রক্তাক্ত জখম অবস্থায় জাবেদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বিভিন্নভাবে তাঁর পরিচয় জানার চেষ্টা করি। কেউ তাঁকে চিনতে না পারায় পুলিশ লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের দ্বারস্থ হয়। পরে ভাইপাগলা মাজার গোরস্থানে লাশ দাফন করা হয়।’
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৪ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৪ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৪ ঘণ্টা আগে