Ajker Patrika

বগুড়ায় ‘চুরি করতে গিয়ে’ চারতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১০: ১৩
বগুড়ায় ‘চুরি করতে গিয়ে’ চারতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

বগুড়ায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যিনি আরেক সহযোগীসহ চুরির উদ্দেশ্যে ওই ভবনে উঠেছিলেন বলে দাবি করছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনায় তাঁর সহযোগী আহত হয়েছেন বলে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান।

নিহত রাশেদুল ইসলাম রয়েল (৪৫) ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। আহত লাল মিয়া (৩৮) পাশের হাজরাদীঘি গ্রামের মকবুল মিয়ার ছেলে। 

এসআই আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ‘শিকারপুর উত্তরপাড়া গ্রামের হামিদ আলীর পাঁচতলা নির্মাণাধীন ভবনের নিচতলায় থাকা লোহার রড চুরি করতে যান রাশেদুল ইসলাম ও লাল মিয়া। স্থানীয়রা টের পেয়ে তাঁদের ধরতে গেলে রাশেদুল চতুর্থ তলায় ওঠেন। সেখানে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান। মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

‘এই সুযোগে লাল মিয়া দোতলা থোকে লাফিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন। তিনিও আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

রাশেদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত