Ajker Patrika

আবাসিক হলে ছাত্র নির্যাতন বন্ধের দাবিতে রাবি অধ্যাপকের অনশন

রাবি প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২২, ১৬: ২২
আবাসিক হলে ছাত্র নির্যাতন বন্ধের দাবিতে রাবি অধ্যাপকের অনশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে শিক্ষার্থী নির্যাতন বন্ধের দাবিতে প্রতীকী অনশন করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান। এ সময় তিনি শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকার ও দখলমুক্ত ক্যাম্পাসের দাবি জানান। 

আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তিনি এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অবস্থান নেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী। 

কর্মসূচিতে অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা গত কয়েক দিন ধরে দেখছি আবাসিক হলগুলোতে ছাত্র নিপীড়ন অত্যধিক বেড়েছে। এ নিয়ে গণমাধ্যমগুলোতে একের পর এক সংবাদ প্রকাশ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়গুলো জানার পরেও হল প্রভোস্টদের ডেকে এ সমস্যা সমাধানের চেষ্টা করেননি। ফলে ক্যাম্পাসে একটা ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা তাদের ন্যায়সংগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’ 

শিক্ষক আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সবাই স্বাধীনভাবে জ্ঞানচর্চা করবে। আজকের ছাত্ররাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে। কিন্তু স্বাধীনতার এত দিন পরেও স্বাধীন-সার্বভৌম এই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দখলদারমুক্ত নয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সিট বাণিজ্য, শিক্ষার্থী নির্যাতনসহ নৈরাজ্যের ঘটনা ঘটেই চলছে, যেটা এই সভ্য সমাজে কাম্য নয়। আমি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈরাজ্য বন্ধের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আবাসিক হলগুলোতে প্রতিনিয়তই যে শিক্ষার্থীরা মারধরের শিকার হচ্ছেন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনকে অনুরোধ করছি। তবে তারা যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমি আমরণ অনশনে বসব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত