Ajker Patrika

নাটোরে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্য পরিদর্শক নিহত

নাটোর প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৪: ২৬
নাটোরে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্য পরিদর্শক নিহত

নাটোর রেলওয়ে স্টেশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সমীর কুন্ডু (৪৫) নামে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমীর কুন্ডু নাটোর পৌর এলাকার কাপুরিয়াপট্রি মহল্লার মৃত তারোকেশ্বর কুন্ডুর ছেলে এবং সদর উপজেলার হালসা ইউনিয়নে পরিবার পরিকল্পনা বিভাগের হালসা কেন্দ্রে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। দুই বছর আগে সমীর কুন্ডুর বড় ভাই তিমির কুন্ডুও বাগাতিপাড়ার মালঞ্চি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত হন।

নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার রেজাউল করিম মল্লিক জানান, সকালে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫৮ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছায়। ৮টা ২ মিনিটে রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরে ১ নম্বর প্ল্যাটফর্মের লাইনে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীরা নাটোর ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মকর্তাদের খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে প্ল্যাটফর্মে রেখে দেন। এরপর সান্তাহার জিআরপি থানায় খবর দেওয়া হয়। দুপুরে জিআরপি থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে ছেলেকে কোচিং ক্লাস করাতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সমীর কুন্ডু। এরপর পুলিশের মাধ্যমে জানতে পারেন তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত