Ajker Patrika

পাবনার মেয়ে মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে নানা আয়োজন

পাবনা প্রতিনিধি
পাবনার মেয়ে মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিনে নানা আয়োজন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন সংগ্রহশালায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এরপর সংগ্রহশালা প্রাঙ্গণে আলোচনা সভা হয়।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. রণেশ মধু, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান প্রমুখ।

এ ছাড়া দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

১৯৩১ সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত