Ajker Patrika

রশি দিয়ে পথ আটকে দুই মোটরসাইকেল, টাকা ছিনতাই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথরোধ করে চার ব্যবসায়ীকে মারধর করে দুটি মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলার গোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের শাহাজান আলী স্বপন বলেন, ‘গতকাল রাত অনুমান ৯টা নাগাদ আমার ছেলে আব্দুল হামিদ ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীনগর থেকে বাড়ি ফিরছিল। এ সময় রেলগেট-ঝিনা সড়কের চকের ব্রিজ মোড়ে পৌঁছালে ৮-১০ জন ছিনতাইকারী রশি দিয়ে তার পথরোধ করে। এরপর মারধর করে হাত-পা, মুখ বেঁধে মোটরসাইকেল, ২৪ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

এ ঘটনার কিছু সময় পর একই গ্রামের বিদ্যুৎ হোসেনের ছেলে রাব্বি হোসেন বড়বড়িয়া বাজার থেকে মোটরসাইকেলে রাণীনগরে ফিরছিলেন। এ সময় একই স্থানে তাঁকেও রশি দিয়ে পথরোধ করে মারধর করে ছিনতাইকারীরা। তাঁর হাত-পা, মুখ বেঁধে একটি মোটরসাইকেল, ৫ হাজার ৬০০ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। এ ছাড়া একই স্থানে বিজয়কান্দি গ্রামের ছোলাইমান আলীর ছেলে আসাদুল ইসলাম এবং ঝিনা গ্রামের ডহর চন্দ্রের ছেলে উদ্যোগ চন্দ্রকে মারধর করে বেঁধে রেখে টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে রাতে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন মেম্বার শাহাজান আলী।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এবং ছিনতাই হওয়া মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত