Ajker Patrika

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৫, ১৪: ৫৪
সড়কে পড়ে থাকা নিহত ব্যক্তির জুতা। ছবি: আজকের পত্রিকা
সড়কে পড়ে থাকা নিহত ব্যক্তির জুতা। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা-পুলিশ। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মরদেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। শুধু অক্ষত অবস্থায় পাওয়া গেছে তাঁর ব্যবহৃত এক জোড়া জুতা।

গতকাল রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বাগাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে মরদেহ বা জুতার ভিত্তিতে কেউ যদি শনাক্ত করতে পারেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পরে একাধিক গাড়ির চাপায় মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে ফরিদপুর সিআইডির সহায়তায় কাজ চলছে। শনাক্ত হওয়ার পর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত