Ajker Patrika

কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া

গাজীপুর প্রতিনিধি
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আজ সোমবার তাঁকে রাজধানীর পুরান ঢাকার আদালত থেকে কাশিমপুর মহিলা কারাগারে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার বলেন, বেলা আড়াইটার দিকে একটি প্রিজন ভ্যানে করে নুসরাত ফারিয়াকে এ কারাগারে আনা হয়। কিছু আইনি প্রক্রিয়া শেষে তাঁকে তাঁর জন্য নির্দিষ্ট সেলে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁর জামিন আবেদনের শুনানির জন্য ২২ মে তারিখ ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, গতকাল রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত