গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের একটি কারখানায় আজও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার (১৭ মে) একই কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ সোমবার সকালে কারখানায় কাজে যোগ দেওয়ার পর থেকে শ্রমিকেরা একে একে অসুস্থ হতে থাকেন। গত তিন দিন ধরে ওই কারখানার শ্রমিকেরা অসুস্থ হচ্ছেন। প্রথম দুই দিন পানি পান করে অসুস্থ হয়ে পড়ার কথা বলা হলেও আজ পানি না খেয়েও কেউ কেউ অসুস্থ হয়েছেন। তবে কী কারণে এই কারখানার শ্রমিকেরা অসুস্থ হচ্ছে, তার কারণ নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকেরা। চিকিৎসকেরা এটিকে বলছেন, ‘গণমনস্তাত্ত্বিক রোগ’।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানায় শ্রমিকেরা আজ সকালে যথারীতি কাজে যোগ দেন। এরপর একে একে শতাধিক শ্রমিক তৃতীয় দিনের মতো আজও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মাথা ঘোরা ও বমি বমি ভাব রয়েছে।
অসুস্থ শ্রমিকেরা জানান, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘোরাচ্ছে এবং বমির ভাব হচ্ছে। পরে কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেই কারখানায় বমি হয়। পরে কারখানার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেককে।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার সায়েম কবির বলেন, ‘৮০ জনের মতো শ্রমিককে হাসপাতালের ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেক রোগী বমি, পেটব্যথা, মাথা ঘোরানো নিয়ে এসেছেন। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট নিয়েও এসেছেন। রোগীরা সবাই সুস্থ আছেন। আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকেরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত।’
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাজীপুর মহানগরীর বাসন কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের একটি কারখানায় আজও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শনিবার (১৭ মে) একই কারখানার দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আজ সোমবার সকালে কারখানায় কাজে যোগ দেওয়ার পর থেকে শ্রমিকেরা একে একে অসুস্থ হতে থাকেন। গত তিন দিন ধরে ওই কারখানার শ্রমিকেরা অসুস্থ হচ্ছেন। প্রথম দুই দিন পানি পান করে অসুস্থ হয়ে পড়ার কথা বলা হলেও আজ পানি না খেয়েও কেউ কেউ অসুস্থ হয়েছেন। তবে কী কারণে এই কারখানার শ্রমিকেরা অসুস্থ হচ্ছে, তার কারণ নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসকেরা। চিকিৎসকেরা এটিকে বলছেন, ‘গণমনস্তাত্ত্বিক রোগ’।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানায় শ্রমিকেরা আজ সকালে যথারীতি কাজে যোগ দেন। এরপর একে একে শতাধিক শ্রমিক তৃতীয় দিনের মতো আজও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মাথা ঘোরা ও বমি বমি ভাব রয়েছে।
অসুস্থ শ্রমিকেরা জানান, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘোরাচ্ছে এবং বমির ভাব হচ্ছে। পরে কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেই কারখানায় বমি হয়। পরে কারখানার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনেককে।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার সায়েম কবির বলেন, ‘৮০ জনের মতো শ্রমিককে হাসপাতালের ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেক রোগী বমি, পেটব্যথা, মাথা ঘোরানো নিয়ে এসেছেন। কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট নিয়েও এসেছেন। রোগীরা সবাই সুস্থ আছেন। আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকেরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত।’
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১২ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৯ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৪ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৮ মিনিট আগে