Ajker Patrika

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেল বিএমডিএ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলমের হাতে পুরস্কারের ক্রেস্ট হস্তান্তর করেন সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ। ছবি: সংগৃহীত
বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলমের হাতে পুরস্কারের ক্রেস্ট হস্তান্তর করেন সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ। ছবি: সংগৃহীত

বৃক্ষরোপণ ও সবুজায়নে বিশেষ অবদানের জন্য ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৪’ পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। প্রতিষ্ঠানটির গোদাগাড়ী জোন-১-এর কার্যক্রমের ভিত্তিতে এ পুরস্কার এসেছে। এবার ‘খ’ শ্রেণিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃতীয় স্থান অধিকার করে বিএমডিএ। সবুজায়ন ও বৃক্ষরোপণে অব্যাহত ভূমিকার জন্য সংস্থাটিকে এই পুরস্কার দেওয়া হয়।

সম্প্রতি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত জাতীয় বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে বিএমডিএর গোদাগাড়ী জোন-১-এর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ আজ বৃহস্পতিবার এই পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলমের হাতে তুলে দেন। এ সময় রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদীরও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর সাতটি শ্রেণিতে মোট ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে জনপ্রশাসন বিষয়ক কমিটি থেকে বাদ

বঙ্গবন্ধু জেন–জিদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা, হাসিনা সবচেয়ে অজনপ্রিয়: জরিপ

নিয়মিত দাঁত ব্রাশ করেও মুখে দুর্গন্ধের কারণ, পরিত্রাণের উপায়

রুমে এসো, বিদেশে ঘুরতে নিয়ে যাব—ছাত্রীদের বলতেন স্বামী চৈতন্যানন্দ

২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর হাইস্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নয়: শিক্ষা মন্ত্রণালয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত