পাবনা প্রতিনিধি
২০১৬ সালের ৪ ডিসেম্বর। মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় ফিরে একসঙ্গে খাবার খান আব্দুল গাফ্ফার পিয়াস। পরে ভাইকে সহযোগিতা করতে তাঁর দোকানে বসেন। ওই দিন বেলা আড়াইটার দিকে কয়েকজন তাঁকে মাইক্রোতে করে নিয়ে যান। এরপর কেটে যায় আট বছর, এখনো তাঁর সন্ধান পায়নি পরিবার।
আজ সোমবার দুপুরে গুমের শিকার আব্দুর গাফ্ফার পিয়াসকে ফেরত চেয়ে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। তাঁরা পিয়াসের সন্ধান চেয়ে প্রশাসনের সাহায্য কামনা করেন।
আব্দুল গাফ্ফার পিয়াস পাবনা শহরের লাইব্রেরি বাজারের মৃত হারুনুর রশিদের ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, কয়েকজন লোক সাদাপোশাকে এসেই তাঁর মোবাইল কেড়ে নেয় এবং বাইরে আসতে বলে। বাইরে এলেই সঙ্গে সঙ্গেই সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে চলে যায় তারা। ঘটনার পর সেদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশ জিডি নেয়নি। তবে তার পড়াশোনা, চলাফেরা, ধর্ম নিয়ে পুলিশ নানা সময়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। পিয়াস মাদ্রাসা থেকে পাস করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল।
পিয়াসের মা সালেহা খাতুন বলেন, ‘ছেলেটা খুব ধার্মিক ছিল। কিন্তু কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে যত অপরাধই করুক না কেন, প্রচলিত আইনে তার বিচার হোক। কিন্তু আমরা তার খোঁজ চাই। সে কোথায় আছে, কেমন আছে জানি না। আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক আমার ছেলেকে।’
সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন, ভাই আব্দুল হালিম, আব্দুল হামিদ, ভাবি সুমাইয়া মিম, শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ৪ ডিসেম্বর। মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় ফিরে একসঙ্গে খাবার খান আব্দুল গাফ্ফার পিয়াস। পরে ভাইকে সহযোগিতা করতে তাঁর দোকানে বসেন। ওই দিন বেলা আড়াইটার দিকে কয়েকজন তাঁকে মাইক্রোতে করে নিয়ে যান। এরপর কেটে যায় আট বছর, এখনো তাঁর সন্ধান পায়নি পরিবার।
আজ সোমবার দুপুরে গুমের শিকার আব্দুর গাফ্ফার পিয়াসকে ফেরত চেয়ে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। তাঁরা পিয়াসের সন্ধান চেয়ে প্রশাসনের সাহায্য কামনা করেন।
আব্দুল গাফ্ফার পিয়াস পাবনা শহরের লাইব্রেরি বাজারের মৃত হারুনুর রশিদের ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, কয়েকজন লোক সাদাপোশাকে এসেই তাঁর মোবাইল কেড়ে নেয় এবং বাইরে আসতে বলে। বাইরে এলেই সঙ্গে সঙ্গেই সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে চলে যায় তারা। ঘটনার পর সেদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশ জিডি নেয়নি। তবে তার পড়াশোনা, চলাফেরা, ধর্ম নিয়ে পুলিশ নানা সময়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। পিয়াস মাদ্রাসা থেকে পাস করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল।
পিয়াসের মা সালেহা খাতুন বলেন, ‘ছেলেটা খুব ধার্মিক ছিল। কিন্তু কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে যত অপরাধই করুক না কেন, প্রচলিত আইনে তার বিচার হোক। কিন্তু আমরা তার খোঁজ চাই। সে কোথায় আছে, কেমন আছে জানি না। আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক আমার ছেলেকে।’
সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন, ভাই আব্দুল হালিম, আব্দুল হামিদ, ভাবি সুমাইয়া মিম, শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে