রাজশাহী প্রতিনিধি
একটা সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিয়ে মানুষের ভুল ধারণা ছিল। মানুষ মনে করত, এই হাসপাতালে এলে চিকিৎসা পাওয়া যায় না। কিন্তু রামেক হাসপাতাল সম্পর্কে মানুষের এই ভুল ধারণা পাল্টে গেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামিম ইয়াজদানীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
সাংসদ ফজলে হোসেন বাদশা হাসপাতালটির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনাকালীন চিকিৎসকদের অবদান তুলে ধরে তিনি বলেন, হাসপাতাল খুব সেনসিটিভ জায়গা। এখানে মানুষের জীবন-মৃত্যুর বিষয় জড়িত। করোনার সময় এখানকার ডাক্তারেরা যেভাবে সেবা দিয়েছেন, সেটি প্রশংসনীয়। করোনার সময় প্রায় ১৫ হাজারের ওপর মানুষ সেবা পেয়েছেন বলে জেনেছি। এটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ।
সাংসদ আরও বলেন, ‘রামেক হাসপাতালের সেবার মান বেড়েছে। তবে এখনো বেডের সংখ্যা কম। তাই বেডের সংখ্যা বাড়াতে হবে, যাতে প্রত্যেকে চিকিৎসা সেবা পায়। বেড বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। হাসপাতাল যেন আরও রোগীবান্ধব হয়, তার জন্যও কাজ করব।’
সৌজন্য সাক্ষাতের সময় চিকিৎসাসেবা প্রদানে দেশের সেরা তিনটি হাসপাতালের মধ্যে রামেক হাসপাতাল একটি হওয়ায় হাসপাতালের পরিচালক ও অন্য চিকিৎসকদের ফুলের শুভেচ্ছা জানান সাংসদ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী; নাক, কান ও গলা বিভাগের আবাসিক সার্জন ডা. সুব্রত সরকার; সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. এম এস রায়; মেডিসিন বিভাগের আবাসিক সার্জন ডা. পার্থ মণি ভট্টাচার্য; রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক হাফিজুর রহমান; গাইনি বিভাগের প্রধান ডা. রোকেয়া খাতুন প্রমুখ।
একটা সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিয়ে মানুষের ভুল ধারণা ছিল। মানুষ মনে করত, এই হাসপাতালে এলে চিকিৎসা পাওয়া যায় না। কিন্তু রামেক হাসপাতাল সম্পর্কে মানুষের এই ভুল ধারণা পাল্টে গেছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামিম ইয়াজদানীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
সাংসদ ফজলে হোসেন বাদশা হাসপাতালটির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনাকালীন চিকিৎসকদের অবদান তুলে ধরে তিনি বলেন, হাসপাতাল খুব সেনসিটিভ জায়গা। এখানে মানুষের জীবন-মৃত্যুর বিষয় জড়িত। করোনার সময় এখানকার ডাক্তারেরা যেভাবে সেবা দিয়েছেন, সেটি প্রশংসনীয়। করোনার সময় প্রায় ১৫ হাজারের ওপর মানুষ সেবা পেয়েছেন বলে জেনেছি। এটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ।
সাংসদ আরও বলেন, ‘রামেক হাসপাতালের সেবার মান বেড়েছে। তবে এখনো বেডের সংখ্যা কম। তাই বেডের সংখ্যা বাড়াতে হবে, যাতে প্রত্যেকে চিকিৎসা সেবা পায়। বেড বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। হাসপাতাল যেন আরও রোগীবান্ধব হয়, তার জন্যও কাজ করব।’
সৌজন্য সাক্ষাতের সময় চিকিৎসাসেবা প্রদানে দেশের সেরা তিনটি হাসপাতালের মধ্যে রামেক হাসপাতাল একটি হওয়ায় হাসপাতালের পরিচালক ও অন্য চিকিৎসকদের ফুলের শুভেচ্ছা জানান সাংসদ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী; নাক, কান ও গলা বিভাগের আবাসিক সার্জন ডা. সুব্রত সরকার; সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. এম এস রায়; মেডিসিন বিভাগের আবাসিক সার্জন ডা. পার্থ মণি ভট্টাচার্য; রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক হাফিজুর রহমান; গাইনি বিভাগের প্রধান ডা. রোকেয়া খাতুন প্রমুখ।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে