Ajker Patrika

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ২৫ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১০: ৫৬
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ২৫ 

সিরাজগঞ্জের কড্ডায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে ১১ জনকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে সিরাজগঞ্জের কড্ডায় এই দুর্ঘটনা ঘটে। 

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মাহমুদ বলেন, ভোর পৌনে ৫টার দিকে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী স্টেশন এলাকার কড্ডা রেলক্রসিং পার হওয়ার সময় ঠাকুরগাঁ থেকে ঢাকাগামী তাজ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে উল্টে গিয়ে ২৫ জন আহত হন। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করায়। এ সময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

এসআই আরও বলেন, ট্রেনটি কড্ডা রেলক্রসিং পার হওয়ার সময় সিগন্যাল দেওয়া ছিল না। সিগন্যালম্যানকেও দেখা যায়নি। ঘনকুয়াশার কারণে বাসটি কোনো কিছু না বুঝে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনটি বাসের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 

কড্ডা রেলক্রসিং পার হওয়ার সময় ঠাকুরগাঁ থেকে আসা ‘তাজ পরিবহন’ নামে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়েসিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মদ বলেন, ‘আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।’ 

সিরাজগঞ্জ রেলওয়ে থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন ২৫ জন। এদের মধ্যে বাবুল নামের একজনকে ঢাকা পাঠানো হয়েছে। বাসের যাত্রী সবাই শ্রমিক। কাজের জন্য ঠাকুরগাঁও হতে মুন্সীগঞ্জ জেলায় যাচ্ছিলেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত