Ajker Patrika

পাবনায় কারা হেফাজতে কয়েদির মৃত্যু 

পাবনা প্রতিনিধি
পাবনায় কারা হেফাজতে কয়েদির মৃত্যু 

পাবনায় চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। 

মৃত হাবিবুর রহমান (৬০) পাবনার আটঘরিয়া উপজেলার পাটেশ্বর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। আজ শুক্রবার পাবনা জেলা কারাগারের জেলার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ব্যাংকের চেক ডিজ-অনার মামলায় গত ৫ মার্চ আটঘরিয়া থানা–পুলিশ হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে পাবনা জেলা কারাগারে পাঠায়। এরপর থেকে তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে দ্রুত জেলা কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। 

আজ শুক্রবার সকালে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলার আনোয়ার হোসেন। 

তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে জেলার আনোয়ার হোসেন চিকিৎসকের বরাত দিয়ে জানান, হাবিবুর রহমানের শ্বাসকষ্ট ছিল। মূলত হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত