Ajker Patrika

কারারক্ষীদের আরও মানবিক হওয়ার পরামর্শ সচিবের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
কারারক্ষীদের আরও মানবিক হওয়ার পরামর্শ সচিবের

কারারক্ষীদের আরও সংবেদনশীল ও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। আজ রোববার রাজশাহীতে ১৩তম ডেপুটি জেলার, ৬১তম ব্যাচ কারারক্ষী ও নারী কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন।

আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, কারাগারের ভেতরে ও বাইরের সার্বিক নিরাপত্তা বিধানের পাশাপাশি বন্দীদের প্রতি কারারক্ষীদের সংবেদনশীল, মানবিক ও সুন্দর আচরণ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে গতিশীল প্রশিক্ষণের মাধ্যমে কারারক্ষীদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। কারারক্ষী মায়ের সন্তানদের ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

পরে সুরক্ষা সচিব ১১ জন ডেপুটি জেলারকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ছয় মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুরুষ ও নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কমান্ড্যান্ট জেনারেল কামাল হোসেনসহ কারা সদর দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থী সুপারদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংযুক্ত রেখে কারাবিধি প্রথম ও দ্বিতীয় খণ্ড সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষিত করা হয়। সেই সঙ্গে দক্ষ কারা কর্মকর্তা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে চাকরির সঙ্গে সংশ্লিষ্ট সব আইনকানুন ও বিধিবিধান সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান দান করা হয়। এ ছাড়া শারীরিক প্রশিক্ষণ প্রদানসহ অস্ত্র সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

বুনিয়াদি এই প্রশিক্ষণ কোর্সটি গত ২০ সেপ্টেম্বর শুরু হয়। আজ রোববার সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হলো। এতে কমান্ড্যান্ট কালাম হোসেনের তত্ত্বাবধানে ডেপুটি জেলার হিসেবে ১১ জন, কারারক্ষী হিসেবে ৩৪১ জন ও নারী কারারক্ষী হিসেবে ২৯ জন প্রশিক্ষণ গ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত