Ajker Patrika

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আলীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে হাসান আলী (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বাসা থেকে ডেকে নিয়ে হাতের রগ ও কান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাসান আলী নগরের ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি নগরের বুধপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হাসমত আলী। গুরুতর আহত অবস্থায় রাতেই হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের চিকিৎসক শংকর বিশ্বাস বলেন, ‘হাসান আলীর ডান হাতের দুই স্থানে আঘাত রয়েছে। ডান হাতের কবজির রগ কেটে গেছে। এ ছাড়া একটি কান কেটে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।’

আজ শুক্রবার দুপুরে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সময় হাসান আলী নিজের বাড়িতেই ছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে তাঁকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আব্দুল মালেক আরও বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। আহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের অভিযোগ দিতে বলা হয়েছে। তবে দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত