Ajker Patrika

২৪ ঘণ্টায় বগুড়ায় মৃত্যু আরও ৮ জন

প্রতিনিধি, বগুড়া
২৪ ঘণ্টায় বগুড়ায় মৃত্যু আরও ৮ জন

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। সর্বশেষ মৃতদের মধ্যে ছয়জন করোনায় ও দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন। 

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন এসব তথ্য জানিয়েছেন। 

ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ার ৫৪৯টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯১ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ। 

তিনি বলেন, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭২৪ জন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩২৪ জন। বাকিরা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। 

নতুন ছয় মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৯০ জনে। করোনায় মোট মৃতদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৬২৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এই তালিকায় উপসর্গ নিয়ে মৃতরা নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

কলকাতার নিউটাউনে বসে আয়েশ করছেন আওয়ামী লীগ নেতারা

চাকরি না ছেড়েই বিদেশে পাড়ি, ৪৮ শিক্ষক বরখাস্ত

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত