Ajker Patrika

শেখ হাসিনা জুলাই-আগস্ট আন্দোলনে নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন: মান্না

বগুড়া প্রতিনিধি        
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ২০: ৫৩
বগুড়া সাতমাথা মুক্তমঞ্চে জেলা নাগরিক ঐক্যের গণ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
বগুড়া সাতমাথা মুক্তমঞ্চে জেলা নাগরিক ঐক্যের গণ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘শেখ হাসিনা জুলাই-আগস্ট আন্দোলনে নির্বিচারে মানুষকে গুলির নির্দেশ দিয়েছিলেন। ৩ আগস্ট তিনি সেনাপ্রধানকে এই নির্দেশ দেন ও বিমানবাহিনীর প্রধানকে বলেছিলেন, যত হেলিকপ্টার লাগে নামাও, ভয় দেখাও। কিন্তু তাঁরা বলেছিলেন সম্ভব নয় ম্যাডাম। কারণ, একজন মারা গেলে শত শত ছাত্র-জনতা এগিয়ে আসে।’

আজ শনিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে জেলা নাগরিক ঐক্যের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই দেশে যতবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই ভোটে কোনো চুরি হয়নি। সবাই বলছে, দেশ বদলানোর জন্য সংস্কার করতে হবে। অনেকে বলেন, আগে সংস্কার তারপর নির্বাচন, আর আমি বলি সংস্কার ও নির্বাচন দুটোই একসঙ্গে। আমরা কেবল সরকার বদলের লড়াই করছি না, আমরা দেশ বদলের লড়াই করছি, মানুষের ভাগ্য বদলানোর লড়াই করছি।’

সমাবেশ শেষে ১১ সদস্যবিশিষ্ট বগুড়া শহর কমিটি ঘোষণা করেন মাহমুদুর রহমান মান্না। এতে আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিক ও সদস্যসচিব আবুল কালাম আজাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত