Ajker Patrika

নওগাঁয় শোয়ার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৫: ২৮
নওগাঁয় শোয়ার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় শোয়ারঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার চকরামচন্দ্র এলাকায় নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূর নাম আয়েশা সিদ্দিকা (২১)। তিনি সদর উপজেলার মেহরাব হোসেনের স্ত্রী। 

স্থানীয় ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে স্বামী মেহরাব হোসেনের সঙ্গে শ্বশুরবাড়ি থেকে খাওয়াদাওয়া শেষ করে চকরামচন্দ্র এলাকায় নিজ বাসায় আসেন গৃহবধূ আয়েশা। আসার পর রাতেই মোবাইল ফোন ব্যবহার করাকে কেন্দ্র করে তাঁরা ঝগড়াবিবাদে জড়িয়ে পড়েন। পরে শোয়ারঘরে গৃহবধূ আয়েশার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনেরা। সকালে বিষয়টি পুলিশকে জানালে তারা মরদেহটি উদ্ধার করে। 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

ওসি আরও জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত