ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। ছয় দিনে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। আজ মঙ্গলবার সেই দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। এতে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন।
ঈশ্বরদীর খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল সর্বোচ্চ ৪০ টাকায়। আজ সেই দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। আর পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে বাজারেও অস্থিরতা তৈরি হয়। গত সপ্তাহ থেকে বাজারে পেঁয়াজ কম আসছে। পাশাপাশি পাবনার পাইকারি মোকামে স্থানীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। সপ্তাহের ব্যবধানে এখানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
ব্যবসায়ী ছগির হোসেন বলেন, বাজারে পেঁয়াজ কম আসছে। সে জন্য সব জাতের পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে।
ফরহাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজের দামের কোনো ঠিকঠিকানা নেই। সকালে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা বিক্রি হলেও দুপুরে দাম হাঁকাচ্ছে ৬৫ টাকা। আবার দোকানভেদে ৬০ টাকাও দাম চাওয়া হচ্ছে।
দড়িনারিচা এলাকার বাসিন্দা শান্তনা বেগম বলেন, গত সপ্তাহে পাড়ার দোকান থেকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ সকালে আবার কিনতে গেলে দোকানদার প্রতি কেজির দাম রেখেছেন ৬০ টাকা।
হাজিরহাটের পেঁয়াজের পাইকারি মোকামের ব্যবসায়ী কামাল হোসেন মুঠোফোনে বলেন, প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তাঁরা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন।
ব্যবসায়ী আরও বলেন, কয়েক দিন যাবৎ এলসি করা পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত সোমবার এক মণ দেশি পেঁয়াজ বিক্রি করেছি ১ হাজার ১০০ টাকায়। আজ তা বিক্রি হয়েছে ২ হাজার ৩০০ টাকায়।
ঈশ্বরদী বাজারে খুচরা ব্যবসায়ী আজাদ হোসেন বলেন, প্রতিদিনই পেঁয়াজ কেজিতে পাঁচ-ছয় করে দাম টাকা করে বাড়ছে। দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা আমাদের ওপর ভীষণ রেগে যাচ্ছেন।
ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইসলাম বলেন, অধিক মুনাফার জন্য বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হবে।
পাবনার ঈশ্বরদীতে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। ছয় দিনে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। আজ মঙ্গলবার সেই দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। এতে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন।
ঈশ্বরদীর খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল সর্বোচ্চ ৪০ টাকায়। আজ সেই দাম বেড়ে হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। আর পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।
এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে বাজারেও অস্থিরতা তৈরি হয়। গত সপ্তাহ থেকে বাজারে পেঁয়াজ কম আসছে। পাশাপাশি পাবনার পাইকারি মোকামে স্থানীয় পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এসব কারণে বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। সপ্তাহের ব্যবধানে এখানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
ব্যবসায়ী ছগির হোসেন বলেন, বাজারে পেঁয়াজ কম আসছে। সে জন্য সব জাতের পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে।
ফরহাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজের দামের কোনো ঠিকঠিকানা নেই। সকালে প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা বিক্রি হলেও দুপুরে দাম হাঁকাচ্ছে ৬৫ টাকা। আবার দোকানভেদে ৬০ টাকাও দাম চাওয়া হচ্ছে।
দড়িনারিচা এলাকার বাসিন্দা শান্তনা বেগম বলেন, গত সপ্তাহে পাড়ার দোকান থেকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ সকালে আবার কিনতে গেলে দোকানদার প্রতি কেজির দাম রেখেছেন ৬০ টাকা।
হাজিরহাটের পেঁয়াজের পাইকারি মোকামের ব্যবসায়ী কামাল হোসেন মুঠোফোনে বলেন, প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। আমদানি করা পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তাঁরা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন।
ব্যবসায়ী আরও বলেন, কয়েক দিন যাবৎ এলসি করা পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত সোমবার এক মণ দেশি পেঁয়াজ বিক্রি করেছি ১ হাজার ১০০ টাকায়। আজ তা বিক্রি হয়েছে ২ হাজার ৩০০ টাকায়।
ঈশ্বরদী বাজারে খুচরা ব্যবসায়ী আজাদ হোসেন বলেন, প্রতিদিনই পেঁয়াজ কেজিতে পাঁচ-ছয় করে দাম টাকা করে বাড়ছে। দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা আমাদের ওপর ভীষণ রেগে যাচ্ছেন।
ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইসলাম বলেন, অধিক মুনাফার জন্য বাজারে যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চালানো হবে।
পিরোজপুরের নেছারাবাদে অফিসে বসে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম তালুকদারের বিরুদ্ধে। তাঁর ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে মুখোমুখি হলে তিনি নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেন।
৩৭ মিনিট আগেআধুনিকতার স্রোত থেকে অনেক দূরে, এখনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদল মানুষ প্রকৃতির আদিম জীবনযাত্রার ওপর নির্ভরশীল। ঠাকুরগাঁও সদরসহ জেলার পাঁচটি উপজেলায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষ পূর্বপুরুষদের পেশা আঁকড়ে ধরে শিকার করে জীবিকা নির্বাহ করছেন।
৪১ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে তিন কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা আর শুকনা মৌসুমে ধুলাবালির ভেতর দিয়েই চলাচল করতে হয় তাদের। শুধু যাতায়াতই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডও থমকে গেছে।
১ ঘণ্টা আগেপৌরসভার আরামবাগ, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, মেথর মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাচীরঘেঁষা জায়গায় ফেলা হচ্ছে গৃহস্থালির ও বাজারের বর্জ্য। এসব জায়গায় নিয়মিত বর্জ্য অপসারণ না করায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তবে কোথাও কোথাও আংশিক বর্জ্য সরানো হলেও পুরোপুরি না করায় সমস্যা
১ ঘণ্টা আগে