Ajker Patrika

পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজশাহীর পুঠিয়া পৌরসভার ৭ লাখ টাকা বিদ্যুৎ বিলের বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার পল্লী বিদ্যুৎ কার্যালয় সংযোগ বিচ্ছিন্ন করে। তবে বিদ্যুৎ কার্যালয় বলছে বকেয়া পরিশোধ করতে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও পৌর কর্তৃপক্ষ সাড়া দেয়নি।

জানা গেছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া অঞ্চল) এর অধীনে পুঠিয়া পৌরসভায় তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে পৌরসভার দপ্তর ও সড়ক বাতির জন্য আলাদা সংযোগ নেওয়া হয়। গত কয়েক মাসে এই তিনটি সংযোগ মিলে মোট বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইয়াকুব আলী শেখ বলেন, পৌরসভায় কয়েকবার জানালেও তারা সাড়া দেয়নি। ফলে মঙ্গলবার সকালে শুধু পৌরসভার কার্যালয় বাদে সড়ক বাতি ব্যবহারের জন্য নেওয়া বাকি দুটি লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এ ব্যাপারে পৌরসভার মেয়র আল মামুন খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ব্যস্ত আছি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি আমার জানা নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত