Ajker Patrika

না জানিয়ে রাজশাহীতে বিএনপির কমিটিতে নাম, ২ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ২০: ৩৯
না জানিয়ে রাজশাহীতে বিএনপির কমিটিতে নাম, ২ জনের পদত্যাগ

কিছু না জানিয়েই রাজশাহীতে বিএনপির একটি ওয়ার্ড কমিটিতে দুজনকে পদ দেওয়া হয়েছে। তবে ওই দুজন রাজনীতি করবেন না জানিয়ে পদত্যাগ করেছেন। গত বুধবার নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে ডাকযোগে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। 

পদত্যাগ করা দুই ব্যক্তি হলেন হায়দার আলী ও মাহমুদুল হক রুবেল। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল তাঁদের। 

পদত্যাগপত্রে বলা হয়েছে, মহানগর বিএনপি ঘোষিত কমিটিতে তাঁরা কোনো পদ চাননি। তাঁদের মতের বিরুদ্ধে কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ পদ গ্রহণ করতে তাঁরা ইচ্ছুক নন। তাঁরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হতে চান না। তাই তাঁরা পদত্যাগ করছেন। 

এ বিষয়ে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত