Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯: ৪৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী সীমান্তে নাজির উদ্দিন কার্তিক (২৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাঙগাবাড়ী বিওপির সীমান্ত পিলার ২০৪-এমপি থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার থেকে তাঁকে আটক করা হয়।

নাজির উদ্দিন কার্তিক ভারতের বিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। তিনি ১০ দিন আগে বাংলাদেশে প্রবেশ করেন।

নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, আজ সকালে বাঙাগাবাড়ী বিওপির সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় নাজির উদ্দিনের গতিবিধি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিনি ভারতীয় নাগরিক। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে আটক করা হয়েছে। নাজির উদ্দিন কার্তিককে তল্লাশি করে ভারতীয় ১০ রুপি এবং বাংলাদেশি নগদ ২৫০ টাকা পাওয়া যায়।

সাদিকুর রহমান আরও বলেন, ১০ দিন আগে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে স্বীকার করেছেন নাজির উদ্দিন। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কার্তিক ঠিকমতো কথাও বলছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত