গনেশ দাস, বগুড়া
বগুড়ার কাহালু উপজেলার আড়োলা, যোগীর ভবন ও আতাইলপাড়া গ্রামের তালপাতার তৈরি হাতপাখার খ্যাতি দেশজুড়ে। প্রতিবছর আশ্বিন মাস থেকে শুরু হয় এই তালপাখা তৈরির কাজ। চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত চলে বিক্রি। এবার গতবারের চেয়ে অন্তত কয়েক লাখ পাখা বেশি বিক্রির আশা করছেন কারিগরেরা।
বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে পাশাপাশি এই তিন গ্রামের অবস্থান। গ্রামের নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই অবসর সময়ে তালপাখা তৈরির কাজ করেন। বংশপরম্পরায় এই তিন গ্রামের মানুষ তালপতার পাখা বানিয়ে আসছে বলে জানান সেখানকার বাসিন্দারা। জলবায়ুর পরিবর্তন, ঘনঘন লোডশেডিংয়ের কারণে যত দিন যাচ্ছে, বাড়ছে পাখার চাহিদা। সেই সঙ্গে বাড়ছে পাখা তৈরির কাজের পরিধি।
আড়োলা গ্রামের আকরাম আকন্দ জানান, দাদার আমল থেকে তাঁরা তালের পাতা দিয়ে হাতপাখা তৈরির কাজ করে আসছেন। কৃষিকাজের পাশাপাশি এ কাজ করেন তিনি। তাঁর স্ত্রীও সংসারের কাজের ফাঁকে রঙিন নকশা করে তালপাখার সৌন্দর্য বৃদ্ধির কাজ করেন।
আকরাম আকন্দ বলেন, গত বছর তিনি পাখা বিক্রি করে সংসার খরচ বাদেই এক লাখ টাকা সঞ্চয় করেছেন। গত বছর তিন গ্রাম থেকে ১৫ লাখ তালপাখা বিক্রি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এবার চাহিদা বাড়ায় তিন গ্রাম থেকে ২০ লাখ পাখা বিক্রি হবে বলে আশা করছি।
তালগাছের পাতা (স্থানীয় ভাষায় তালের ডাগুর) দিয়ে তিন ধরনের পাখা তৈরি হয়। স্থানীয়ভাবে নাম দেওয়া হয়েছে পকেট পাখা, ঘুরানী পাখা এবং ডাগুর পাখা। পাখা বানাতে তালের পাতা ছাড়াও বাঁশ, সুতা এবং লোহার তার প্রয়োজন হয়। তারপর নানা রঙের ছোঁয়ায় দেখতে আকর্ষণীয় করে তোলা হয় হাতপাখাগুলো। ১০ টাকায় কেনা তালগাছের একটি পাতা বা ডাগুর দিয়ে তৈরি হয় দুটি বড় পাখা বা ডাগুর পাখা, চারটি ঘুরানী পাখা এবং ছয়টি পকেট পাখা।
বছরের আশ্বিন মাস থেকে শুরু হয় বাঁশ এবং তালপাতা সংগ্রহের কাজ। এরপর বাঁশ ছোট ছোট আকারে কাটতে হয়। তালপাতাও কেটে পাখা তৈরির উপযোগী করা হয়। ফাল্গুন মাস পর্যন্ত চলে পাখা তৈরির কাজ। চৈত্র মাসের শুরু থেকে পাখার সৌন্দর্য বৃদ্ধির জন্য বাহারি রং করে বিক্রয় উপযোগী করা হয়। দেশের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, নীলফামারী থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা আসেন তালপাতার পাখা কিনতে।
যোগীর ভবন গ্রামের মামুনুর রশিদ বলেন, তিনি প্রতিবছর ১৭ থেকে ১৮ হাজার ডাগুর পাখা তৈরি করেন। এই পাখা বরিশাল, সিরাজগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন জেলায় বিক্রি হয়।
গত বছরের তুলনায় এ বছর পাখার চাহিদা বেশি বলে উল্লেখ করে মামুনুর রশিদ বলেন, একটি তালপাতা বা ডাগুরের দাম ১০ টাকা হলেও বাঁশ ও রঙের দাম বেড়ে যাওয়ার কারণে খরচও বেড়ে গেছে।
আতাইলপাড়া গ্রামের পারভীন, মর্জিনা, আবেদা, হালিমা জানান, তাঁরা বছরের ছয় মাস প্রতিদিন ২৫ থেকে ৩০টি করে হাতপাখা তৈরি করে বিক্রি করেন। সংসারের কাজের ফাঁকে হাতপাখা তৈরির কাজ করে তাঁরা বাড়তি আয় করছেন বছরের পর বছর ধরে।
হাতপাখার তিন গ্রাম ঘুরে দেখা গেছে, পকেট পাখা ১১ টাকা, ঘুরানী পাখা ২০ টাকা এবং ডাগুর পাখা ৩০ টাকা দরে ব্যাপারীরা পাইকারি কিনে নিয়ে যাচ্ছেন। তারা আবার বিভিন্ন মেলা কিংবা হাট-বাজারে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছেন।
গরমের সময় বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় হাতপাখার চাহিদা প্রতিবছরই বাড়ছে বলে জানান পাখা কিনতে আসা ব্যাপারী আজগর আলী। তিনি বলেন, শহর এবং গ্রামে তীব্র গরম থেকে একটু প্রশান্তি পেতে ধনী-দরিদ্র সব পরিবারেই হাতপাখার ব্যবহার যুগ যুগ ধরে।
বগুড়ার কাহালু উপজেলার আড়োলা, যোগীর ভবন ও আতাইলপাড়া গ্রামের তালপাতার তৈরি হাতপাখার খ্যাতি দেশজুড়ে। প্রতিবছর আশ্বিন মাস থেকে শুরু হয় এই তালপাখা তৈরির কাজ। চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত চলে বিক্রি। এবার গতবারের চেয়ে অন্তত কয়েক লাখ পাখা বেশি বিক্রির আশা করছেন কারিগরেরা।
বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে পাশাপাশি এই তিন গ্রামের অবস্থান। গ্রামের নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই অবসর সময়ে তালপাখা তৈরির কাজ করেন। বংশপরম্পরায় এই তিন গ্রামের মানুষ তালপতার পাখা বানিয়ে আসছে বলে জানান সেখানকার বাসিন্দারা। জলবায়ুর পরিবর্তন, ঘনঘন লোডশেডিংয়ের কারণে যত দিন যাচ্ছে, বাড়ছে পাখার চাহিদা। সেই সঙ্গে বাড়ছে পাখা তৈরির কাজের পরিধি।
আড়োলা গ্রামের আকরাম আকন্দ জানান, দাদার আমল থেকে তাঁরা তালের পাতা দিয়ে হাতপাখা তৈরির কাজ করে আসছেন। কৃষিকাজের পাশাপাশি এ কাজ করেন তিনি। তাঁর স্ত্রীও সংসারের কাজের ফাঁকে রঙিন নকশা করে তালপাখার সৌন্দর্য বৃদ্ধির কাজ করেন।
আকরাম আকন্দ বলেন, গত বছর তিনি পাখা বিক্রি করে সংসার খরচ বাদেই এক লাখ টাকা সঞ্চয় করেছেন। গত বছর তিন গ্রাম থেকে ১৫ লাখ তালপাখা বিক্রি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এবার চাহিদা বাড়ায় তিন গ্রাম থেকে ২০ লাখ পাখা বিক্রি হবে বলে আশা করছি।
তালগাছের পাতা (স্থানীয় ভাষায় তালের ডাগুর) দিয়ে তিন ধরনের পাখা তৈরি হয়। স্থানীয়ভাবে নাম দেওয়া হয়েছে পকেট পাখা, ঘুরানী পাখা এবং ডাগুর পাখা। পাখা বানাতে তালের পাতা ছাড়াও বাঁশ, সুতা এবং লোহার তার প্রয়োজন হয়। তারপর নানা রঙের ছোঁয়ায় দেখতে আকর্ষণীয় করে তোলা হয় হাতপাখাগুলো। ১০ টাকায় কেনা তালগাছের একটি পাতা বা ডাগুর দিয়ে তৈরি হয় দুটি বড় পাখা বা ডাগুর পাখা, চারটি ঘুরানী পাখা এবং ছয়টি পকেট পাখা।
বছরের আশ্বিন মাস থেকে শুরু হয় বাঁশ এবং তালপাতা সংগ্রহের কাজ। এরপর বাঁশ ছোট ছোট আকারে কাটতে হয়। তালপাতাও কেটে পাখা তৈরির উপযোগী করা হয়। ফাল্গুন মাস পর্যন্ত চলে পাখা তৈরির কাজ। চৈত্র মাসের শুরু থেকে পাখার সৌন্দর্য বৃদ্ধির জন্য বাহারি রং করে বিক্রয় উপযোগী করা হয়। দেশের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, নীলফামারী থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা আসেন তালপাতার পাখা কিনতে।
যোগীর ভবন গ্রামের মামুনুর রশিদ বলেন, তিনি প্রতিবছর ১৭ থেকে ১৮ হাজার ডাগুর পাখা তৈরি করেন। এই পাখা বরিশাল, সিরাজগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন জেলায় বিক্রি হয়।
গত বছরের তুলনায় এ বছর পাখার চাহিদা বেশি বলে উল্লেখ করে মামুনুর রশিদ বলেন, একটি তালপাতা বা ডাগুরের দাম ১০ টাকা হলেও বাঁশ ও রঙের দাম বেড়ে যাওয়ার কারণে খরচও বেড়ে গেছে।
আতাইলপাড়া গ্রামের পারভীন, মর্জিনা, আবেদা, হালিমা জানান, তাঁরা বছরের ছয় মাস প্রতিদিন ২৫ থেকে ৩০টি করে হাতপাখা তৈরি করে বিক্রি করেন। সংসারের কাজের ফাঁকে হাতপাখা তৈরির কাজ করে তাঁরা বাড়তি আয় করছেন বছরের পর বছর ধরে।
হাতপাখার তিন গ্রাম ঘুরে দেখা গেছে, পকেট পাখা ১১ টাকা, ঘুরানী পাখা ২০ টাকা এবং ডাগুর পাখা ৩০ টাকা দরে ব্যাপারীরা পাইকারি কিনে নিয়ে যাচ্ছেন। তারা আবার বিভিন্ন মেলা কিংবা হাট-বাজারে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছেন।
গরমের সময় বিদ্যুতের লোডশেডিং বেড়ে যাওয়ায় হাতপাখার চাহিদা প্রতিবছরই বাড়ছে বলে জানান পাখা কিনতে আসা ব্যাপারী আজগর আলী। তিনি বলেন, শহর এবং গ্রামে তীব্র গরম থেকে একটু প্রশান্তি পেতে ধনী-দরিদ্র সব পরিবারেই হাতপাখার ব্যবহার যুগ যুগ ধরে।
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৬ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪৩ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে