Ajker Patrika

উল্লাপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৯: ০৭
উল্লাপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্বপালনকালে অসুস্থ হয়ে আবুল কালাম আজাদ (৩৮) নামে পুলিশের এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার ভোর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত আবুল কালাম আজাদ (সশস্ত্র) সিরাজগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানাধীন পাঁচপুংগলী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ জানান, সোমবার অনুষ্ঠিত তৃতীয় ধাপে ইউপি নির্বাচন উপলক্ষে উল্লাপাড়া থানাধীন ৪১ নম্বর ভোটকেন্দ্র দুর্গাপুর ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশি নিরাপত্তা ডিউটি পালন করছিলেন আবুল কালাম আজাদ। রাত ৭টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এদিকে এসআই আবুল কালাম আজাদের অকালমৃত্যুতে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম গভীর শোক ও দুঃখপ্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত