Ajker Patrika

'শেখের বিটি বাঁচি থাক শত বছর' 

ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর)
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৪
'শেখের বিটি বাঁচি থাক শত বছর' 

নাটোরের লালপুর কলোনির কদরজান বেওয়ার ঘরবাড়ি পদ্মার ভাঙনে বিলীন হওয়ার পর স্বামীও মারা যান এর কিছুদিন পর। ঘরবাড়ি ও স্বামী হারিয়ে দিশেহারা কদরজান বেওয়া অন্যের জমিতে ঝুপড়ি তুলে কোনো রকমে দিন যাপন করতেন। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে এখন তিনি আনন্দে আত্মহারা।

কদরজান বেওয়া (৭০) বলেন, `পদ্মা নদীর ভাঙনে আমার ঘর ভেঙেছে। রোদ-বৃষ্টিতে আতঙ্কে দিন কেটেছে। নিজের কোনো ঘর হবে জীবনেও ভাবিনি। প্রধানমন্ত্রীর উপহারের ঘর আর জমি পেয়ে আমি খুব খুশি। শেখের বিটি বাঁচি থাক শত বছর ধরে।'

নাটোরের লালপুরে শুধু কদরজান বেওয়া নন, নদীভাঙনে ভূমিহীন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শতাধিক পরিবারের আশ্রয় হয়েছে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ঘরে। মাথা গোঁজার ঠাঁই পেয়ে আশ্রয়হীন মানুষগুলোর মুখে ফুটেছে আনন্দের হাসি। 

লালপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার লালপুর কলোনি, ডহরশৈলা, বিলসলিয়া, গোধরা, মঞ্জিলপুকুর আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবার ৯২টি উপহারের ঘর পেয়েছে। এ ছাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ জন পেয়েছেন উপহারের ঘর। আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি বাড়িতে আছে দুটি থাকার ঘর, একটি রান্নাঘর, একটি করে শৌচাগার ও স্টোররুম। প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এসব ঘর নির্মাণ করা হয়েছে। 

আজ রোববার সরেজমিনে লালপুর কলোনি আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায়, প্রকল্পের ৩৯টি পরিবারের লোকজন আনন্দে বসবাস করছে। তবে বিদ্যুৎ, পানি নিষ্কাশনের ব্যবস্থা ও অভ্যন্তরীণ চলাচলের রাস্তা নির্মাণ না করায় সমস্যায় পড়েছে। 
 
মঞ্জিলপুকুর প্রকল্পে উপহারের ঘর পাওয়া শাহজাহান আলী (৮০) বলেন, ‘প্রায় ৪০ বছর আগে পদ্মায় গিলেছে ভিটেমাটি। বাঁচার জন্য মানুষের দ্বারে আশ্রয় খুঁজেছি, কিন্তু কেউ সাহায্য করেনি। এখন প্রধানমন্ত্রীর দেওয়া জমিসহ ঘর পেয়ে আমরা সবাই আনন্দে আছি। সবাই মিলেমিশে বাস করছি।' 
তবে প্রকল্পের কাজ কিছু বাকি থাকায় এসব জায়গায় কিছুটা দুর্ভোগে রয়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া মানুষগুলো। তাঁরা বলছেন, এখনো বিদ্যুতের সংযোগ এবং কিছু রাস্তাঘাট কাঁচা থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
 
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম খান বলেন, এ পর্যন্ত ৯টি ঘর বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। বাকিগুলোতেও কাজ শেষে দ্রুত সংযোগ দেওয়া হবে। 

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, উদ্বোধনের জন্য দ্রুত কাজ শেষ করায় কিছু কাজ এখনো বাকি আছে। দ্রুত সব কাজ সম্পন্ন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত