Ajker Patrika

একা বাড়িতে দুদিন ধরে মৃত পড়ে ছিল বৃদ্ধা 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
একা বাড়িতে দুদিন ধরে মৃত পড়ে ছিল বৃদ্ধা 

রাজশাহী নগরীতে বাসার দরজা ভেঙে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম জয়শ্রী ভৌমিক (৭০)। আজ রোববার দুপুরে নগরীর দিলদুয়ারবাগ মহল্লায় চারতলা একটি ভবনের চতুর্থ তলা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

জয়শ্রী ভৌমিকের স্বামীর নাম মৃত শান্তি রঞ্জন ভৌমিক। তাঁদের দুই মেয়ে রয়েছে। তাঁদের একজন থাকেন রাশিয়ায়। আর শহরেই অন্যজন থাকেন শ্বশুরবাড়িতে। জয়শ্রী ভৌমিক ওই বাড়িতে একাই থাকতেন। 

পুলিশ জানান, দুদিন ধরে জয়শ্রীর কোনো খোঁজ না পেয়ে একই ভবনের বাসিন্দারা খোঁজ করেন। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় জয়শ্রী ভৌমিকের মরদেহ ঘরের বিছানায় পড়ে ছিল। তাঁর মুখ ছাড়া শরীর ঢাকা ছিল লেপে। বালিশের কাছে ছিল মোবাইল ফোনটি। 

সবশেষ গত শুক্রবার এক মেয়ের সঙ্গে জয়শ্রীর মোবাইল ফোনে কথা হয়েছিল। বিছানায় শুয়ে থাকা অবস্থায় স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

ওসি হুমায়ন কবীর আরও জানান, স্ট্রোকে আক্রান্ত হয়ে শুক্রবারই জয়শ্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর মরদেহ উদ্ধার করে হিমাগারে রাখা হয়েছে। মেয়ে আসার পর মরদেহ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত